বহির্বিশ্বে মোদির প্রতি আস্থা কমেছে

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

ভারতের বাইরে অর্থাৎ বহির্বিশ্বে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আস্থা কমছে। যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপে বলা হয়েছে, ৪০ শতাংশ বিদেশির আস্থা নেই মোদির প্রতি। তবে ভারতে এই চিত্র ভিন্ন। দেশটির ৭৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মনে করেন, মোদি ঠিকমতো কাজ করছেন।

ভারতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার ঠিক আগে এই সমীক্ষা প্রকাশ করল পিউ রিসার্চ সেন্টার। ভারতের পাশাপাশি আরও ২৩টি দেশের ৩০ হাজার ৮৬১ প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গে কথা বলে তাঁদের মতামতের ভিত্তিতে এই সমীক্ষা প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার ওই সমীক্ষার ফল ঘোষণা করা হয়। সমীক্ষা চালানো হয়েছে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে ২২ মে পর্যন্ত। ভারত ছাড়া এই দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, পোল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, হাঙ্গেরি, স্পেন, গ্রিস, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইসরায়েল, কেনিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ব্রাজিল ও আর্জেন্টিনা।

ওই জরিপ অনুসারে, কিছু কিছু বিষয়ে মোদির ওপর আস্থা আছে বহির্বিশ্বে এমন মানুষ ৩৭ শতাংশ। ২৩ দেশের যাঁরা এই জরিপে অংশ নিয়েছেন, তাঁদের অনেকেই মোদিকে নিয়ে মতামত জানাতেই চাননি। যেমন যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ নাগরিক মনে করেন, মোদির প্রতি তাঁদের আস্থা নেই। আর ২১ শতাংশ বলেছেন, তাঁদের আস্থা আছে। আর মোদির বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ৪২ শতাংশ।

মোদির বিষয়ে লাতিন আমেরিকার নাগরিকদের ধারণা নেতিবাচক। তাঁরা মনে করছেন, মোদি এবং তাঁর দল ভারতীয় জনতা পার্টির নেতারা হিন্দুত্ববাদ প্রচার করছেন। লাতিনদের অনেকেই বিজেপিকে ডানপন্থী দল হিসেবে আখ্যা দিয়েছেন। ব্রাজিল, মেক্সিকো, আর্জেন্টিনায় এমন চিত্র দেখা গেছে। একই চিত্র দেখা গেছে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াতেও মোদি সম্পর্কে ধারণা একই রকম। তবে বাকি দেশগুলোয় মোদিকে নিয়ে প্রতিক্রিয়া মিশ্র।

লোকসভা ভোটের প্রাক্কালে এই সমীক্ষা শাসক দল বিজেপি ও তার নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশ্চিন্তে রাখবে ঠিকই। কিন্তু তাঁকে যাঁরা ‘বিশ্বগুরু’ জাহির করতে উৎসুক, তাঁরা আশাহত হবেন। কারণ, সমীক্ষায় দেখা যাচ্ছে, বহির্বিশ্বের অধিকাংশ দেশে ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাবের লেখচিত্র ক্রমেই কমে যাচ্ছে।

যদিও এখনো অধিকাংশ দেশের কাছে ভারত ইতিবাচক। ২৩টি দেশের ৪৬ শতাংশ গড় প্রাপ্তবয়স্ক মানুষ ভারত সম্পর্কে মোটের ওপর ভালো ধারণা পোষণ করেন। আর ৩৪ শতাংশ তা মনে করেন না। এসব দেশের মধ্যে ভারত সম্পর্কে সব দিক থেকে সবচেয়ে ভালো ধারণা ইসরায়েলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *