বর্ণিল শোভাযাত্রায় বিএনপির বিজয় র‌্যালি

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র‌্যালি করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার দেড় মাস পর নয়াপল্টনে বিএনপির এই কর্মসূচিতে ছিল নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি। বর্ণিল শোভাযাত্রায় জাতীয় ও দলীয় পতাকা আর ব্যানার ফেস্টুন হাতে র‌্যালিতে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ।

রোববার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বিজয় র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন। নয়াপল্টন থেকে বিজয় র‌্যালি শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হয়। স্লোগানে স্লোগানে মুখরিত ছিল রাজপথ।

বিজয় র‌্যালিতে মুক্তিযোদ্ধা দল, সম্মিলিত পেশাজীবী পরিষদ, ড্যাব, এ্যাব, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, যুবদল, স্বেচ্ছাসেবক দল,  মহিলা দল, ছাত্রদল, জাসাস, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, শ্রমিক দল, ওলামা দল  নেতারা উপস্থিত ছিলেন।

র‌্যালি ঘিরে নয়াপল্টনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং নয়াপল্টনের অলি-গলিতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন বাহিনীর সদস্যদের দেখা গেছে।

দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকে মঞ্চ বানিয়ে বক্তব্য রাখেন বিএনপি’র সিনিয়র নেতারা। তারা সরকারের ডামি ভোট বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সমাবেশে ড. আবদুল মঈন খান বলেছেন, যেভাবে নির্বাচনের সিট ভাগাভাগি চলছে তাকে নির্বাচন বলে না। এটা পৃথিবীর কোথাও নেই। ৫২ বছর আগে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ই ডিসেম্বর বিজয় লাভ করেছিলাম। স্বাধীনতা যুদ্ধকালে আমাদের মূলমন্ত্র ছিল ‘গণতন্ত্র’। সেই গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ বিজয় দিবসকে ‘পরাজয় দিবসে’ পরিণত করেছে। এই সরকার দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, প্রতিবাদী মানুষকে জেলে পুরে রেখেছে। এভাবে তারা বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশে কোনো বিরোধী দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। পত্রপত্রিকায় ছাপা হচ্ছে অনুগতদের কোন দল কয়টা আসন পাবে, কারা কোন এলাকা থেকে নির্বাচন করবে। এটা ভাবতে পারেন। এটা কি কোনো নির্বাচন, এটা কি কোনো ভোট? যেভাবে নির্বাচন সাজানো হচ্ছে তাতে তো সবাই জেনেই যাচ্ছে যে, কোন আসনে কে নির্বাচিত হবেন। এটা ঘোষণা করে দিলেই হয়।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে শোভাযাত্রায় বিএনপি কেন্দ্রীয় নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, ব্যারিস্টার কায়সার কামাল, কামরুজ্জামান রতন, মোস্তাফিজুর রহমান বাবুল, তাইফুল ইসলাম টিপু, মামুন হাসান, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, ড. এবিএম ওবায়দুল ইসলাম, কাদের গণি চৌধুরী, হাসান মামুন, আমিরুজ্জামান খান শিমুল, বজলুল করিম চৌধুরী আবেদ, প্রকৌশলী মাহবুব আলম, মহিলা দল নেত্রী আফরোজা আব্বাস, শিরিন সুলতানা, রেহেনা আক্তার রানুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *