ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ডুয়েনকা’র বার্ষিক মিলনমেলা। দীর্ঘদিনের প্রস্তুতির অংশ হিসেবে নতুন বছরের শুরুতে গত ৩ ও ৪ জানুয়ারি গোপালগঞ্জের অভিজাত একটি রিসোর্টে অনুষ্ঠিত হয় এই মিলনমেলা। ডুয়েনকা হচ্ছে- বিএনসিসি কনটিনজেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় নৌ শাখার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের একমাত্র সংগঠন, যার পূর্ণরুপ হচ্ছে- ঢাকা ইনিভার্সিটি এক্স নেভাল ক্যাডেটস এসোসিয়েশন।

মিলনমেলার পুরো আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি কন্টিনজেন্ট নেভাল উইংয়ের প্রথম ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) মো. নজরুল ইসলাম শাহীন, সাবেক সিইউও মুহম্মদ মুনীরুল হক, সাবেক সিইউও মো. রকিব উদ্দিন, সাবেক সিইউও মোহাম্মদ ইয়াছিনুর রহমান রাকিব, সাবেক সিইউও মেহেদী হাসান শিশির, সাবেক সিইউও মো. মশিউর রহমান, সাবেক সিইউও মাহবুবুর রহমান, সাবেক সিইউও মো. এমরান হোসেন প্রমুখ।
‘ডুয়েনকা’র বার্ষিক মিলনমেলায় সংগীতশিল্পী ফাহিম ফয়সাল ও আবৃত্তিকার কাজী ওমর ফারুকের প্রাণবন্ত গান-কবিতা পরিবেশনার পাশাপাশি ‘ডুয়েনকা’ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এছাড়া বড় ও ছোটদের অংশগ্রহণে ছিলো ফুটবল খেলা, মিউজিক্যাল চেয়ার, হাড়িভাঙ্গা, তীর নিক্ষেপ, দৌড় প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, নৌ ভ্রমণ, রাইড শেয়ারিং, র্যফেল ড্র, শরীরচর্চা করা, প্যারেড বা মার্চ করা, পার্কের সৌন্দর্য উপভোগ, বার-বি-কিউ পার্টি ইত্যাদি আয়োজন।
ঢাকা ইউনিভার্সিটি কন্টিনজেন্টে নেভাল উইং প্রতিষ্ঠা ও পরবর্তীতে ‘ডুয়েনকা’র প্রতিষ্ঠা নিয়ে বর্তমান ও সাবেকদের এই মিলনমেলায় সবাই স্বার্ণালী দিনের কথা স্মৃতিচারণ করেন। রাতভর চলে এই স্মৃতিচারণমূলক আড্ডা। এছাড়াও ‘ডুয়েনকা’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি ও ৭টি টাস্কফোর্স এর সদস্যদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মো. নজরুল ইসলাম শাহীনকে প্রধান পৃষ্ঠপোষক, মুহম্মদ মুনীরুল হককে সভাপতি এবং মেহেদী হাসান শিশিরকে সাধারণ সম্পাদক এবং মো. মশিউর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়। প্রধান পৃষ্ঠপোষক, উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটি এবং ৭টি টাস্কফোর্সের মোট সদস্য হচ্ছেন ৯৫ জন।
এই মিলনমেলার সমাপনী অধিবেশনে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন এবং বিভিন্ন গঠনমূলক কর্মসূচি বাস্তবায়নের অঙ্গিকার নিয়ে শেষ হয় ডুয়েনকা’র এবছরের বার্ষিক আয়োজন।
