ফ্রান্সে বাংলাদেশি ব্যক্তির নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়েবা’র পদক্ষেপ

আন্তর্জাতিক ইউরোপ সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

ফ্রান্সের জঙ্গল থেকে গত ৩ জুন আবুল খায়ে নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী প্যারিসে অজ্ঞাত দুর্বৃত্তের হাতে নিহত হন ওই বাংলাদেশি।

এই বিষয়ে এক বিজ্ঞপ্তিতে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, ফ্রান্স প্রবাসী বাংলাদেশি আবুল খায়ের চৌধুরি অতি সম্প্রতি প্যারিসের অদূরে সংঘবদ্ধ অপরাধী চক্রের হাতে নির্মমভাবে নিহত হবার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় ব্যক্তি বিশেষের কিছু মন্তব্য বা প্রতিক্রিয়া আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ফ্রান্সে এর আগেও একাধিক বাংলাদেশি পরিকল্পিত হত্যাকান্ডের শিকার হয়েছে। এক্ষেত্রে প্যারিস থেকে পরিচালিত আমাদের অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা) বিগত দিনে যেসব পদক্ষেপ নিয়েছে বা এখনো নিচ্ছে তা জানা না থাকায় কিংবা উদ্দেশ্যমূলকভাবে কেউ কেউ নেতিবাচক সস্তা মন্তব্য করেছেন সর্বশেষ খুনের ঘটনার প্রেক্ষিতে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফ্রান্সে বিগত বছরগুলোতে যখনই আমাদের কোন বাংলাদেশি হত্যাকান্ডের শিকার হয়েছে কিংবা অপরাধী চক্রের হাতে মারধর কিংবা নির্যাতনের শিকার হয়েছে, অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা) তার সদরদপ্তর প্যারিস অফিস থেকে ফরাসি প্রশাসনের বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করেছে এবং বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। শুধু তাই নয়, ভিক্টিমের পাশে থাকার অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবারের জন্য প্রভাবশালী আইনজীবী নিয়োগ করে ন্যায়বিচার এবং ক্ষতিপূরণ প্রাপ্তি নিশ্চিত করতে আমরা কার্যকর ভূমিকা রেখেছি।

গত বছর ফ্রান্সে সোহেল রানা হত্যাকান্ডের পর যারা কোন ভূমিকাই রাখতে পারেনি কিংবা রাখার যোগ্যতা যাদের ছিলো না, তারাই আজ আবুল খায়ের চৌধুরী খুনের ঘটনার সাথে সাথেই অন্ধকারে ঢিল ছুঁড়ে নেতিবাচক মন্তব্য করেছে আমাদের সাংগঠনিক কার্যক্রম নিয়ে। নিহত সোহেল রানার পরিবারের অনুকূলে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা) নেতৃবৃন্দের পক্ষ থেকেই ২ জন ফরাসি আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে প্রয়োজনীয় আইনী লড়াইয়ের জন্য। সর্বশেষ আবুল খায়ের চৌধুরী খুনের প্রেক্ষাপট বেশ জটিল বিধায় সামগ্রিক পরিস্থিতি আমরা গভীরভাবে মনিটরিং করছি। আইনের সাথে সামঞ্জস্য রেখে যে কোন পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত।

বিজ্ঞপ্তিতে আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ আরও বলেন, অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা) ২০১২ সালে গ্রিসে প্রতিষ্ঠার পর প্রবাসীদের বিভিন্ন ইস্যুতে ইউরোপের বিভিন্ন দেশে গত এক দশকে পাশে ছিলো। সদরদপ্তর প্যারিসে হওয়ার সুবাদে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের প্রতি আয়েবা সবসময় সবার আগে প্রতিশ্রুতিবদ্ধ। করোনা মহামারিতে ভ্রমণ নিষেধাজ্ঞার সময় বাংলাদেশে আটকে পড়া ফ্রান্স প্রবাসীদের ফেরত আনতে আয়েবা যুগান্তকারী ভূমিকা রাখে। বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় ইউ এস বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-প্যারিস ২টি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করিয়ে ৪৮৭ জন ভুক্তভোগী বাংলাদেশিকে প্যারিসে ফেরত আনা হয়। ফ্রান্স প্রবাসীদের পাশে আয়েবা ছিলো, আছে, থাকবে।

প্রসঙ্গত, ফ্রান্সের জঙ্গল থেকে আবুল খায়ে নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী প্যারিসে অজ্ঞাত দুর্বৃত্তের হাতে নিহত হন ওই বাংলাদেশি। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দেশটির পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

জানা যায়, আবুল খায়ের চৌধুরী গত ২৩ মে থেকে নিখোঁজ ছিলেন। পরে ২৬ মে বোয়াসি সেইন্ট আন্তলিয়া স্টেশনের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

আবুল খায়ের চৌধুরী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামের বাসিন্দা। পা‌রিবা‌রিক সূত্রে জানা গে‌ছে, তিনি পর্তুগাল থে‌কে ফ্রা‌ন্সে আ‌সেন ব‌লে তার। কিছু‌দিনের ম‌ধ্যে তার দে‌শে যাওয়ার কথা ছিল।

গত এক বছর আগে ফ্রান্সপ্রবাসী সোহেল রানা হত্যাকাণ্ডের শিকার হন। এক বছরের মাথায় এবার প্রাণ গেল আরেক বাংলাদেশি আবুল খায়ের চৌধুরীর। এ ঘটনায় ফুঁসে উঠছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় কমিউনিটি সূত্রে জানা গেছে, আবুল খা‌য়ের চৌধুরীকে নির্মমভা‌বে হত‌্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি চলছে।

Report: Fahim Faisal (Faisal Amin Kazi)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *