ফেসবুকে ছেলের পোস্টের কারণে মাকে গ্রেফতার হাস্যকর : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের পোস্টের কারণে মাকে গ্রেফতারের ঘটনা হাস্যকর বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আমেরিকায় পিএইচডি গবেষক বুয়েটের সাবেক শিক্ষার্থী তানজিলুর রহমানের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে খুলনায় তার মা আনিছা সিদ্দিকাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই মন্তব্য করেছে এবং গ্রেফতার ওই নারীকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।

সংস্থাটির দক্ষিণ এশিয়ার প্রচারণার ভারপ্রাপ্ত ডেপুটি আঞ্চলিক পরিচালক বাবু রাম পান্ত বলেছেন, সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের পোস্টের পরপরই মাকে গ্রেফতার করা হাস্যকর। সামনে জাতীয় নির্বাচন, এর আগে এ ধরনের ঘটনা অবিশ্বাসের পরিবেশ তৈরি করেছে।

তিনি বলেন, সরকারকে অবিলম্বে আনিছা সিদ্দিকাকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে ভিন্নমত প্রকাশকরাীদের নির্বিচারে আটক করার প্রবণতা বন্ধ করতে হবে। কারণ ভিন্ন রাজনৈতিক মতামত রাখা এবং প্রকাশ করা কোনো অপরাধ নয়।

গত মঙ্গলবার ষাটোর্ধ্ব ওই নারীকে খুলনা সিএমএম তরিকুল ইসলামের আদালতে নেওয়া হলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এরপর তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে গত ২০ আগস্ট খুলনার খালিশপুর থানা পুলিশ অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার অভিযোগে আনিছা সিদ্দিকাসহ তিনজনকে গ্রেফতার করে। তবে গ্রেফতার নারীর স্বামী আলমগীর শিকদারের দাবি, তার স্ত্রী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তার ছোট ছেলে তানজিলুর রহমান আমেরিকায় পিএইচডি গবেষণারত এবং বুয়েটের সাবেক শিক্ষার্থী। আমেরিকায় বসে ফেসবুকে জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় খুলনায় তার মাকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে দুজন ভাড়াটিয়া প্রতিবাদ করতে আসায় তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *