ফিলিস্তিনে ১২ ইসরায়েলি সেনা নিহত

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ইসরায়েলি বিমান হামলার মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ১২ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার (১৫ মে ২০২৪) বিশেষ অপারেশন পরিচালনার সময় তাদের হত্যা করা হয়েছে। এক বিবৃতিতে এমনটি জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড।

বিবৃতিতে বলা হয়, ‘উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বিশেষ অপারেশনের সময় আল কাসেম যোদ্ধারা ইয়াসিন ১০৫ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি ডি৯ সামরিক বুলডোজারকে লক্ষ্যবস্তু করেছে। এরপর একটি বাড়িতে লুকিয়ে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা।’

বেশ ক’দিন ধরেই জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া গত সাত মাসে গাজাজুড়ে ইসরায়েলি নৃশংসতায় প্রাণ হারিয়েছেন ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা ৭৯ হাজার ছাড়িয়েছে। সুত্র: অনলাইন টিআরটি ওয়ার্ল্ড ও তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *