ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

গাজার ইসলামিক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রখ্যাত বিজ্ঞানী ড. সুফিয়ান তায়েহকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনি উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজা শহরের ৩০ কিলোমিটার (১৮ মাইল) উত্তর-পূর্বে আল-ফালুজা শহরে ইসরায়েলি বোমা হামলায় তিনি এবং তার পরিবার নিহত হয়েছেন। মন্ত্রণালয় এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

ডঃ তায়েহ তাত্ত্বিক পদার্থবিদ্যা এবং ফলিত গণিতের একজন জনপ্রিয় ফিলিস্তিনি অধ্যাপক এবং একাডেমিয়া ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে বিশিষ্ট এবং সফল ব্যক্তিত্বদের একজন। ফিলিস্তিনে ফিজিকাল, অ্যাস্ট্রোফিজিক্যাল এবং স্পেস সায়েন্সের জন্য ইউনেস্কোর চেয়ারের দায়িত্বে নিযুক্ত ছিলেন।

ফিলিস্তিনি একাডেমিক সূত্র অনুসারে, কর্মজীবনে ২০২১ সালে ড. সুফিয়ান তায়েহ বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকদের মধ্যে স্থান পেয়েছিলেন। আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পরিচালিত একটি গবেষণার ভিত্তিতে সেটা নির্ধারিত হয়েছিল। অধিকন্তু, তিনি তরুণ আরব বিজ্ঞানীদের মধ্যে আবদুল হামিদ শোমান পুরস্কারে সম্মানীত হয়েছেন।

অনেক মানবতাবাদী এবং শিক্ষাবিদ ড. তাইয়েহের জন্য শোক প্রকাশ করেছেন এবং তার একাডেমিক সাফল্যের প্রশংসা করেছেন। তারা মনে করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে শাস্তিমূলক যুদ্ধের অংশ হিসাবে ফিলিস্তিনি বিজ্ঞানী এবং শিক্ষাবিদদের টার্গেট করেছে।  সূত্র : আল জাজিরা, সিএনএন ও আশরক আল-আওসাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *