ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য: সৌদিসহ ১০টি আরব রাষ্ট্র

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

শান্তির জন্য শনিবার কায়রো সম্মেলনের পর সৌদি আরব এবং অন্য নয়টি রাষ্ট্র বৃহস্পতিবার একটি যৌথ বিবৃতি প্রদান করেছে। এতে ইসরাইল এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল, বিশেষ করে গাজায় ৭ অক্টোবর ২০২৩ তারিখে শুরু হওয়া চলমান উত্তেজনাকে সম্বোধন করা হয়েছে। বিবৃতিতে নিরীহ বেসামরিক মানুষের ক্রমাগত ক্ষতিকে অমানবিক এবং আন্তর্জাতিক কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। একই সাথে ফিলিস্তিনি জনগণের জোরপূর্বক বাস্তুচ্যুত করাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়।

সৌদি আরব, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিশর, ইরাক, মরক্কো, মৌরিতানিয়া এবং ইউনাইটেড কমোরোস রিপাবলিক সহ অংশগ্রহণকারী দেশগুলি সম্মিলিতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু, তাদের বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাসবাদের সমস্ত কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে স্বাক্ষরকারীরা ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের প্রতি সম্পূর্ণ সম্মান নিশ্চিত করার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী জিম্মি ও বেসামরিক বন্দীদের অবিলম্বে মুক্তি, তাদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং মানবিক আচরণ নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

বিবৃতিতে আরব রাষ্ট্রগুলোর নেতৃবৃন্দ অবিলম্বে এবং টেকসই যুদ্ধবিরতিতে সংঘাতের পক্ষগুলিকে বাধ্য করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন। সেই সাথে গাজায় মানবিক সহায়তার জন্য দ্রুত এবং টেকসই অ্যাক্সেস নিশ্চিত এবং সহজতর করার জন্য পদক্ষেপ গ্রহনের দাবি করেছেন। তারা জাতিসংঘ এবং এর অধিভুক্ত সংস্থা, বিশেষ করে ইউএনআরডব্লিউএ-র সহযোগিতায় অতিরিক্ত সংস্থান সংগ্রহেরও অনুরোধ জানিয়েছেন।

স্বাক্ষরকারীরা নিশ্চিত করেছেন যে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের একটি রাজনৈতিক সমাধানের অনুপস্থিতি ফিলিস্তিনি এবং ইসরায়েলি জনগণ এবং অঞ্চলের জনগণ উভয়ের জন্য সহিংসতা এবং দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটায়। তারা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে নিরাপত্তা পরিষদের গুরুত্বের ওপর জোর দেন। এর মধ্যে রয়েছে সংঘাতের সমাধানের জন্য ত্বরান্বিত, প্রকৃত এবং সম্মিলিত প্রচেষ্টা এবং প্রাসঙ্গিক জাতিসংঘের রেজোলিউশনের ভিত্তিতে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন, একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত করা। সুত্র: সৌদি গেজেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *