জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘প্রশাসনের সরাসরি সহায়তায় ভোট কারচুপি হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, পরিকল্পিতভাবে আমার আসনেও ভোটের কারচুপি হয়েছে।’
সোমবার (৮ জানুয়ারি) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের নিজ বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ অভিযোগ করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের জন্য সরাসরি প্রশাসনকে দায়ী করে জাসদ সভাপতি বলেন, ‘প্রশাসনক পরিকল্পিতভাবে আমার এলাকার ১৮টি কেন্দ্রে ভোট কারচুপি করেছে। একটি কেন্দ্রে ২৯০০ ভোট পেয়েছে স্বতন্ত্র প্রার্থী আর আমার নৌকা পেয়েছে মাত্র ৮৫টি ভোট। এতেই কারচুপির বিষয়টি স্পষ্ট প্রমানিত হয়।’
এমন আরও অনেক উদাহরণ দিতে পারবেন বলেও জানান জাসদ সভাপতি হাসানুল হক ইনু। প্রকাশিত ফলাফলে তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট। আর ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট।