প্রথমবারের মতো ইউরোপের স্কি রিসোর্টে নিষিদ্ধ হলো ধূমপান

এশিয়া সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

বিশ্বজুড়ে স্কি’র জন্য বিখ্যাত ফরাসি আল্পসের ছোট গ্রাম লেস গেটস। এবারের তুষার মৌসুমেও উত্সাহীদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। তবে সঙ্গে যুক্ত করেছে ‘যুগান্তকারী’ একটি নির্দেশনা।

গত ১৭ ডিসেম্বর লেস গেটসের স্কি দরজা খুলে দেয়া হলেও সঙ্গে জানিয়ে দেয়া হয়, এবারের মৌসুম থাকবে পুরো ধূমপানহীন। এ সংশ্লিষ্ট প্রচারাভিযানের স্লোগানে বলা হয়, পুরো এলাকাকে সিগারেটের অবশিষ্টাংশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

লেস গেটসের মার্কেটিং ডিরেক্টর বেঞ্জামিন মুগনিয়ার জানান, কয়েক বছর ধরে অতিথিদের বিনামূল্যে পকেট অ্যাশট্রে দেয়া হচ্ছিল। কিন্তু স্কিইং মৌসুমের শেষে তারা হাজার হাজার সিগারেটের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছেন।

তিনি বলেন, গত বসন্তে আমরা ১০০ জন স্বেচ্ছাসেবকের সঙ্গে কাজ করেছিলাম। আমরা পাহাড়ের মাঝে তিন হাজার বেশি সিগারেটের টুকরো পেয়েছি।

মুগনিয়ার এও নিশ্চিত যে, আরো অনেক সিগারেটের টুকরো ছিল, যা তারা খুঁজে পাননি। তখনই তারা ধূমপান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন।

এই মৌসুমে স্কি এলাকায় মিউনিসিপ্যাল পুলিশ টহল দেবে। ধূমপানের জন্য তারা জরিমানাও করতে পারবে।

এর আগে জাপান, নিউজিল্যান্ড ও কানাডার মতো কিছু দেশে নন-স্মোকিং স্কি রিসোর্ট চালু হয়েছে৷ তার সঙ্গে নতুন অঞ্চলে হিসেবে যুক্ত হয়েছে লেস গেটস।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *