প্রতিটি নতুন দিন আশা নিয়ে শুরু করুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. প্রতিটি নতুন দিন আশা নিয়ে শুরু করুন। মহান আল্লাহর রহমতের আশা। আপনার মধ্যে সেই আশা বাঁচিয়ে রাখুন। আপনি যতই খারাপ করেন না কেন, আপনার কাছে আবার শুরু করার এবং ট্র্যাকে ফিরে আসার সুযোগ রয়েছে।

দুই. লোকজন আপনাকে ব্যর্থ করবে, লোকেরা আপনার ক্ষতি করবে। এটি এই জীবনেরই অপরিহার্য অংশ। ক্ষতটি আপনার নিজের দোষে নাও হতে পারে। তবে নিরাময়ের দায়িত্ব আপনার। আত্ম-প্রেমে কখনই ডুবে থাকবেন না। সর্বশক্তিমানের সাহায্য প্রার্থনা করুন। আবার উঠে দাঁড়ান, নিজের জীবন নিয়ন্ত্রণ করুন। নিরাময়ে সময় নষ্ট করবেন না!

পুনশ্চঃ

এক. তাদের কাছ থেকে সাবধান থাকুন যারা তাদের নিজস্ব গর্ব ও অহংকার দ্বারা এতটা ছাপিয়ে গেছে যে তারা তাদের দ্বারা ক্ষতিগ্রস্থ লোকদের সাথে সংশোধন এবং সম্পর্ক স্থাপন করতে ভুলে যায়। নিজেকে সংরক্ষণ করুন এবং দ্রুত অন্যের সাথে বন্ধনকে সংশোধন করুন।

দুই. তুচ্ছ তর্ক এবং অর্থহীন বিতর্ক ত্যাগ করুন। এসব সময় অপচয় করে এবং সর্বশক্তিমান এতে অসন্তুষ্ট হন। এর পরিবর্তে নীরব থাকা এবং নিজের শান্তি রক্ষা করা ভাল। সত্যই, আপনি যখন নিজের কবরে শুয়ে থাকবেন তখন এর কোন কিছুই গুরুত্বপূর্ণ হবে না।

তিন. আপনি অজানা, অদেখা এবং অপ্রত্যাশিত অবস্থার মুখোমুখি হওয়ায় নিজের উপর চাপ অনুভব করছেন। নিজেকে স্মরণ করিয়ে দিন যে, সর্বশক্তিমান আপনাকে আরও অনেক কিছুর মধ্য দিয়ে আনতে সমর্থ এবং পুরোপুরি সক্ষম। তাঁর জন্য কোনকিছুই অসম্ভব বলে নেই। সব কিছুতেই তাঁর উপর পূর্ণ বিশ্বাস রাখুন। তাঁকে আপনার রক্ষাকর্তা হতে দিন। আপনাকে কেউ থামাতে পারবে না!

চার. সর্বশক্তিমানের দিকে ফিরে যান। বিশৃঙ্খলা মোকাবেলার একমাত্র উপায় হলো শান্ত থাকা। যখন চার দিকে গোলযোগ হয়, তখন শান্ত থাকুন। আপনি যখন নিজেকে ভঙ্গুর মনে করবেন তখন সর্বশক্তিমানের কাছে আপনার হৃদয়ের জন্য নির্দেশনা কামনা করুন।

পাঁচ. অন্যদের সম্পর্কে শুধু ঈর্ষাপরায়ণ হয়ে গল্প ছড়াবেন না। কাউকে নিয়ে গল্প বানানো অনেক বড় পাপ। ভয় করুন যে, প্রকৃত বিষয়টি কি তা সর্বশক্তিমান জানেন।

ছয়. ‘খারাপ’ কিছু কেন ঘটেছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ বন্ধ করুন। আপনি যেটাকে খারাপ হিসাবে দেখছেন সেই ব্যক্তি আপনাকেও সেভাবে দেখতে পারে। কেবল সর্বশক্তিমানই কোনো ভুল করেন না।

সাত. আপনার এমন জীবনযাপন বন্ধ করুন যাতে আপনাকে নিজের কাজের জন্য যে দায়বদ্ধ হতে হয় সে ভাবনা না থাকে। এই অস্থায়ী জীবনের মরীচিকায় বোকা হবেন না।

আট. যত দিন আপনি বেঁচে আছেন, দেরি হওয়ার কিছুই নেই। কাউকে আপনার মনের চিন্তাকে গুলিয়ে ফেলতে দেবেন না। আপনি যদি সর্বশক্তিমানের দিকে ফিরে যেতে চান তবে এখনই এটি করুন। জীবনে পরিবর্তন আনুন।

নয়. কখনো বলবেন না, আমি বেশি বেশি পাপে ডুবে আছি বলে আমি প্রার্থনা করছি না। আপনি প্রার্থনা করবেন এই কারণে যে আপনার প্রতি তাঁর করুণা এবং ভালোবাসা অফুরন্ত।

দ্রষ্টব্য

ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবে এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। এসব যারা করবে, তাদের প্রতিই আল্লাহ অভিসম্পাত করেন, অতঃপর তাদের বধির ও দৃষ্টিশক্তিহীন করেন।’ (সূরা মুহাম্মদ : ২২, ২৩)

আল্লাহর রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি চায় যে আল্লাহ পাক তার রিজিক বৃদ্ধি করে দিক এবং তার হায়াত বৃদ্ধি করে দিক, তাহলে সে যেন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলে।’ হাদিসে কুদসিতে রাসূল (সা.) বলেছেন, ‘আল্লাহ পাক বলেন, আমার নাম ‘রহমান’ (পরম দয়ালু), আর আত্মীয়তার সম্পর্ককে বলা হয় ‘রহম’ যে লোক তা অক্ষুণ্ন রাখে-আমিও তার সঙ্গে সম্পর্ক রক্ষা করি। আর যে তা ক্ষুণ্ন করে আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি।’ (আবু দাউদ, তিরমিজি)।

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *