পুলিৎজার জিতেছে রয়টার্স ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

এ বছর পুলিৎজার পুরস্কার জিতেছে রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনার সংবাদ পরিবেশন করায় পুলিৎজার পুরস্কার পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ভারতে করোনা মহামারির চিত্র তুলে ধরে ফিচার ফটোগ্রাফি বিভাগে পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তিনটি বিভাগে পুলিৎজার পেয়েছে নিউ ইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমটি এবার জাতীয়, আন্তর্জাতিক ও সমালোচনা বিভাগে প্রতিবেদনের জন্য পুরস্কার জিতে নেয়। এছাড়া নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক আন্দ্রেয়া এলিয়ট তার বই ‘ইনভিজিবল চাইল্ড: পোভার্টি, সারভাইভাল অ্যান্ড হোপ ইন অ্যান আমেরিকান সিটি’ বইয়ের জন্য সাধারণ ননফিকশন বিভাগে পুলিৎজার জিতেছেন।

এ বছর ইউক্রেন যুদ্ধ কভার করতে গিয়ে নিহত ১২ সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পুলিৎজার বোর্ড। পুলিৎজার হলো মার্কিন সাংবাদিকতার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার, যেখানে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডের প্রতি বিশেষ নজর থাকে। গত সোমবার পুলিৎজার পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত।পুরস্কার ঘোষণার সময় পুলিৎজারের বোর্ড সদস্য মার্জরি মিলার বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হামলার ঘটনা স্পষ্টভাবে তুলে ধরার জন্য ওয়াশিংটন পোস্টকে এ বছরের পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে।

১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে। সুত্র: রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *