পুরো দুনিয়া হামাসের শাসনের অধীনে চলবে : কমান্ডার মাহমুদ আল জহর

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

হুঁশিয়ারি দিয়েছেন হামাসের কমান্ডার মাহমুদ আল জহর। তিনি বলেছেন, পুরো বিশ্ব চলবে হামাসের শাসনের অধীনে। তার এক মিনিটের বেশি স্থায়ী এক ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি জানাচ্ছে তিনি বলেছেন, ইসরাইল হলো তাদের প্রথম টার্গেট। পুরো পৃথিবীতে তারা তাদের প্রভাব বিস্তার করবেন।

ইসরাইল সরকার যখন হামাসকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তখন তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, ৫১০ মিলিয়ন কিলোমিটারের এই পৃথিবী নামের গ্রহ এমন একটি ব্যবস্থার অধীনে আসবে, যেখানে থাকবে না কোনো অবিচার, নিষ্পেষণ, হত্যাকান্ড; ফিলিস্তিনিসহ আরব দেশগুলো যেমন লেবানন, সিরিয়া, ইরাক ও অন্য দেশগুলোর বিরুদ্ধে চালানো অপরাধের মতো অপরাধ থাকবে না।

তার এই ভিডিও প্রকাশ হওয়ার কয়েক ঘন্টা পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিবৃতি দিয়ে বলেছেন, হামাসের বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত থাকবে। এই গ্রুপের প্রতিটি সদস্য মৃত মানুষ। তিনি আরও বলেন, হামাস হলো দায়েশ (আইএস)। তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেবো।

ওদিকে ইসরাইলি সেনা ও বেসামরিক কিছু মানুষকে এখনও জিম্মি করে রেখেছে হামাস। তারা হুঁশিয়ারি দিয়েছে কোনো সতর্কতা ছাড়া গাজার একটি বাড়িতে একটি হামলা হলে, তার বিপরীতে একজন করে জিম্মিকে হত্যা করা হবে। তবে এখন পর্যন্ত জিম্মি হত্যার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

যুদ্ধ চালিয়ে নিতে ইসরাইল গঠন করেছে জরুরি ঐকমত্যের সরকার। এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিপরিষদে রয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। – এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *