পুতিনের হুমকি; রাশিয়ার তেলে অবরোধ দিলে ইউরোপকে চড়া মূল্য দিতে হবে

আন্তর্জাতিক ইউরোপ এশিয়া সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

রাশিয়ার প্রেসিডেন্ট এবার ইউরোপকে চরম হুমকি দিলেন। বিবিসি সূত্রে জানা যায়, রাশিয়ার তেলের ওপর অবরোধ আরোপ করলে ইউরোপকে চড়ামূল্য পরিশোধ করতে হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইউরোপ যখনই রাশিয়ার তেলে অবরোধ আরোপের আলোচনা শুরু করে তখনই বিশ্বে তেলের মূল্য বেড়েছে।

রুশ প্রেসিডেন্ট রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে দেশের জ্বালানি বিষয়ক প্রধান এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন।এসময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অভিযোগ করে বলেন, ইউক্রেনে বিশেষ অভিযানের পর পশ্চিমারা যে অবরোধ দিয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যে। তিনি বলেন, কিছু দেশ রাশিয়ার জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাদের জন্য রুশ তেলে অবরোধ মানা কঠিন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *