পি কে হালদারকে আইনি প্রক্রিয়া শেষে ফেরত পাঠাবে ভারত : বিক্রম দোরাইস্বামী

এশিয়া বাংলাদেশ সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশে বহুল আলোচিত আর্থিক খাতের শীর্ষ জালিয়াত প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গত ১৫ মে, রোববার ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। ভারতে তার বিপুল পরিমাণ সম্পত্তি ও অর্থের সন্ধানও মিলেছে।

গ্রেফতারের পর ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানিয়েছেন, ব্যাংকের বড় কর্মকর্তা হিসেবে পরিচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারকে আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তবে তাকে ভারত থেকে ফেরত আনতে সময় লাগতে পারে। ১৭ মে, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিক্রম দোরাইস্বামী বলেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে তার (পি কে হালদার) বিষয়ে কথা হয়েছে। এটি উভয়পক্ষের নিয়মিত সহযোগিতার একটি অংশ। এটি একটি আইনি প্রক্রিয়ার বিষয়। আমাদের কাছে যে ধরনের তথ্য রয়েছে, তার ভিত্তিতে একটা সময় বাংলাদেশকে জানানো হবে। তবে আপনাদের বুঝতে হবে, এটি কিন্তু কোনো বড়দিনের কার্ড বিনিময় নয়। এ ধরনের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়। সেটি ধীরে ধীরে হতে দিন। এনিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করছি।তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে কোনো ধরনের অপরাধমূলক তৎপরতা প্রতিরোধের লক্ষ্যে সহযোগিতা রয়েছে। বাংলাদেশ এরই মধ্যে ভারতের সংশ্লিষ্ট সংস্থাকে তথ্য দিয়েছে। সংস্থা সেটা যাচাই-বাছাই করছে। এ ক্ষেত্রে পুরোপুরি আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। অপরাধীদের দমনে বাংলাদেশ ও ভারত সহযোগিতা অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে গ্রেফতারের পর ভারতে তার বিপুল পরিমাণ সম্পত্তি ও অর্থের সন্ধানও মিলেছে। প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গে তার ২০ থেকে ২২টি অভিজাত বাড়ি থেকে জমির দলিলসহ গুরুত্বপূর্ণ অনেক নথি জব্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় পি কে হালদারের সহযোগী সুকুমার মৃধার বাড়িতে অভিযান চালিয়ে এই অর্থের সন্ধান মেলে। পি কে হালদার গ্রেফতার হয়েছে সে খবর ছড়িয়ে পড়লে সারা দেশে তোলপাড় শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *