পিটিআই নেতাদের আটকে ইসলামাবাদের ডিসিসহ ৪ জন অভিযুক্ত

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

আদালতের নির্দেশ উপেক্ষা করে পিটিআই নেতাদের আটক করায় ইসলামাবাদের ডিসিসহ ৪ জন অভিযুক্ত হয়েছেন। ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) বৃহস্পতিবার রাজধানীর ডেপুটি কমিশনার (ডিসি) ইরফান নওয়াজ মেমন এবং অন্য তিনজনকে পাবলিক অর্ডার (এমপিও) অধ্যাদেশ রক্ষণাবেক্ষণের অধীনে পিটিআই নেতা শেহরিয়ার আফ্রিদি এবং শানদানা গুলজারকে দীর্ঘক্ষণ আটকে রাখার মামলায় অবমাননার জন্য অভিযুক্ত করেছে।

বিচারপতি বাবর সাত্তারের সভাপতিত্বে শুনানির সময় আদালত সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) অপারেশন জামিল জাফর, পুলিশ সুপার (এসপি) ফারুক বাটার এবং মার্গাল্লা স্টেশন হাউস অফিসার (এসএইচও) নাসির মঞ্জুরকেও অভিযুক্ত করেন। একই মামলার শুনানির সময় এমপিওর অধীনে সন্দেহভাজনদের আটক করার জন্য ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেটকে তার ক্ষমতা কেড়ে নেয়ার একদিন পরে এই বিকাশ ঘটে।

পিটিআই নেতাদের ৯ মে সহিংসতার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছিল, আফ্রিদিকে ১৬ মে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল এবং ৯ আগস্ট গুলজারকে হেফাজতে নেয়া হয়েছিল। ১৬ আগস্ট, আইএইচসি আফ্রিদি এবং গুলজারকে মুক্তি দেয়ার অনুমতি দিয়েছিল এবং আদালতে তাদের প্রতিক্রিয়া ‘অসন্তোষজনক’ বলে মনে করার পরে ডিসি এবং এসএসপিকে অবমাননার জন্য অভিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর একদিন আগে, আইএইচসি সিটির পুলিশ প্রধান, প্রধান কমিশনার এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাদের ‘বিচার প্রদানে বাধা দেয়ার জন্য এবং ন্যায়বিচারের পথে বিমুখ করার জন্য কর্তৃত্বের অপব্যবহারের জন্য আদালত অবমাননার অপরাধের জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল’। সূত্র : ডন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *