পার্থিব মরীচিকা ও বিভ্রান্তি ছুড়ে ফেলে দিন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনার প্রতিদিনের প্রার্থনায় সম্পূর্ণ মনোনিবেশ করা নিজের জন্য চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন। পার্থিব মরীচিকা আর বিভ্রান্তি ছুড়ে ফেলে দিন। সর্বশক্তিমানের প্রতি মনোনিবেশ করুন এবং তাঁর প্রাপ্য তাকে দিন!

দুই. যারা আপনাকে গড়ে তুলেছে এবং আপনার জন্য ভালো অভিপ্রায় পোষণ করে তাদের সাথে থাকুন; সেসব লোকের সাথে নয়, যারা যত্ন নেয়ার ভান করবে কিন্তু গল্প বানাবে এবং আপনাকে পেছনে ছুরি মারবে।

তিন. আপত্তিজনক ভাষা, অপমান এবং গালমন্দ করা থেকে দূরে থাকুন। অনেকেই চিন্তাভাবনা না করেই এসব করেন। এটি তরুণদের মধ্যে অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। তারা ভাবে এই জাতীয় অনুপূরক শব্দ বলা দুর্দান্ত কিছু। তারা মূর্খ ও আপত্তিকর শব্দের ব্যবহারের ব্যাপারে অসংবেদনশীল হয়ে ওঠে। কোন ধরনের ফাঁদে পড়বেন না। এটা দুর্দান্ত কোন কিছু নয়! এটি একটি পাপ!

পূনশ্চঃ

এক. আপনি জনসাধারণের দৃষ্টি থেকে দূরে যা করেন তা আপনার সম্পর্কে অনেক কথা বলে। আসলে, এটিই আপনার আসল চরিত্র দেখায়। আর মনে করবেন না যে কেউ এটি জানে না বা দেখে না। কারণ আপনার প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে করা সবকিছু সম্পর্কে সর্বশক্তিমান জানেন।

দুই. জীবন চ্যালেঞ্জে পূর্ণ। আপনি যা কিছুর মুখোমুখি হচ্ছেন, তা সর্বশক্তিমানের কাছ থেকে এসেছে জেনে ধৈর্যের সাথে তা মোকাবেলা করুন। সর্বোপরি, তাঁকে বিশ্বাস করুন দৃঢভাবে। আপনার যে উদ্দেশ্যে আসা সেটি পূরণ করুন। যা কিছু করেন তাতে দয়া ও শান্তি বেছে নিন।

তিন. অনেকে সম্পদ এবং ক্ষমতার পেছনে ছুটেন, কিন্তু আপনি কি কখনো উপলব্ধি করেছেন যে, আসলে এর কোন কিছুই আপনার সাথে যাবে না। কিছুই না। সেটাই ঠিক। এমনকি আপনি নিজেও সর্বশক্তিমানের কাছে ফিরে যাবেন।

চার. দুর্ভাগ্য অন্য কারও উপর ভর করলে আপনি কি আনন্দ উপভোগ করেন? এর জন্য আপনি কি দোষী? অন্য কারও সাথে খারাপ কিছু ঘটে গেলো এবং আপনি গোপনে আনন্দিত হলেন এমনটি কি হয়? সাবধান হোন। এটি একটি বিষাক্ত হৃদয়ের লক্ষণ যার রাশ টেনে না ধরলে আপনার অবস্থা আরও খারাপ হবে। সহানুভূতিশীল, সদয় এবং সহমর্মী হোন!

পাঁচ. আত্ম-উন্নয়নকে আপনার অগ্রাধিকার বানান। লোকেরা আপনার সম্পর্কে কী ভাবে বা কি বলে তা নিয়ে নিজেকে উদ্বিগ্ন করবেন না। তাদের আচরণ, শব্দ এবং কাজ সম্পর্কে আপনি চিন্তা করবেন না। প্রতিদিনই নিজেকে আরো ভাল ব্যক্তিতে পরিণত করার প্রতি মনোনিবেশ করুন। অন্যের বিচার করার বা অন্যের ত্রুটি বিচ্যুতি নিয়ে বলা বা ভাবার মতো সময় আপনার কাছে নেই।

দ্রষ্টব্যঃ

অবশ্যই আল্লাহ তাআলা তাঁর রাসুল (সা.)–এর স্বপ্ন সত্যই বাস্তবায়ন করে দিয়েছেন। অবশ্যই তোমরা মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে, “ইনশা আল্লাহ” আল্লাহর ইচ্ছায়।’ (সুরা-৪৮ ফাত্‌হ: ২৭);

পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তাঁর বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য; তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।’ (সুরা : বনি ইসরাইল: ১);

আল্লাহর রাসূলের হাদিসে এসেছে, ‘দাজ্জাল পৃথিবীতে ৪০ দিন অবস্থান করবে। তার রাজত্ব সর্বত্র বিস্তার লাভ করবে। তবে চার মসজিদ তার নিয়ন্ত্রণের বাইরে থাকবে। তা হলো কাবা, মসজিদে রাসুল, মসজিদুল আকসা ও মসজিদে তুর।’ (মুসনাদে আহমাদ : ২৩১৩৯);

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমার উম্মতের একটি দল দামেস্কের প্রবেশপথগুলোতে এবং তার আশপাশে এবং বায়তুল মুকাদ্দাস ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বদা (সত্যের পক্ষে) সংগ্রামরত থাকবে। কিয়ামত পর্যন্ত সত্যের শত্রুরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না।’ (মুসান্নাফে আবি ইয়ালা : ৬৪১৭)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক)  ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *