পারস্য উপসাগর সফরে এরদোগান, ৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গতকাল পারস্য উপসাগরীয় দেশগুলিতে তিন দিনের সফরে গেছেন। এই সফরে ৫০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছে তাস। সফরে তার সঙ্গে থাকবেন প্রায় ২০০ তুর্কি ব্যবসায়ী। কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সউদী আরবের নেতৃত্বের সাথে আলোচনার পাশাপাশি এরদোগান সেসব দেশে তুরস্কের বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বোর্ড আয়োজিত ব্যবসায়িক ফোরামে অংশ নেবেন।

বোর্ড প্রধান নেইল ওলপাক সফরের আগে সাংবাদিকদের বলেন যে, সভাগুলোর ফলাফলের পর নির্মাণ এবং চুক্তি সেক্টরের পাশাপাশি স্বাস্থ্যসেবা, জ্বালানি, পরিবহন, অর্থ, পর্যটন এবং কৃষিতে চুক্তির পরিকল্পনা করা হয়েছে। রোববার একটি হ্যাবার টিভি চ্যানেলে বক্তৃতাকালে তুর্কি ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ বলেছেন, তিনি নির্দিষ্ট চুক্তির ওপর নির্ভর করছেন।

পরিমাণ আলোচনার পরে জানা যাবে যোগ করে তিনি বলেন, ‘এটি দুটি দেশে এবং তৃতীয় দেশে উভয়ই দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোকে বোঝায়। কিছু সরাসরি বিনিয়োগ অবিলম্বে আসবে, কিছু ভবিষ্যতে। আমরা চিত্তাকর্ষক পরিমাণ আশা করি’।

আলোচনার একটি পৃথক বিষয় প্রতিরক্ষা শিল্পে পারস্য উপসাগরের দেশগুলোর সাথে সহযোগিতা হবে। বিশেষ করে, ইলমাজ এবং তুরস্কের অর্থমন্ত্রী মেহমেত সিমসেক তাদের সাম্প্রতিক কাতার সফরের সময় এ বিষয়ে আলোচনা করেছেন।

মিলিটারি-ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নিউজ পোর্টাল সৌভনমা সানায়ি উল্লেখ করেছে যে, কাতার তুরস্ক থেকে ড্রোন, গাইডেড যুদ্ধাস্ত্র, সাঁজোয়া গ্রাউন্ড প্ল্যাটফর্ম, যুদ্ধজাহাজ এবং স্পিডবোট কিনছে। দলগুলো আমিরাতের কাছে তুর্কি মিলজেম-শ্রেণির করভেট বিক্রির বিষয়ে আলোচনা করছে। কাতার তুরস্কের প্রতিশ্রুতিশীল আলতায়ে প্রধান যুদ্ধ ট্যাঙ্ক প্রকল্পেও আগ্রহ দেখাচ্ছে।

এরদোগানের সউদী আরব সফরের মধ্য দিয়ে এ অঞ্চলে সফর শুরু হয়েছে। তাস-এর মতে, তুরস্ক সেই দেশের সাথে বার্ষিক বাণিজ্য লেনদেন ৩০ বিলিয়ন ডলার করতে চায়। সূত্র : তাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *