পাপ করে ফেলেছেন, দ্রুত অনুতাপ করুন ।। মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. যখন আপনি কোনও পাপ করে ফেলেন, দ্রুত অনুতাপ করুন এবং ট্র্যাকে ফিরে আসুন। এর প্রতিফলন ঘটান, অনুশোচনার বাস্তব রূপ দেখান এবং কখনও ভুলটি না করার প্রতিশ্রুতিতে আবদ্ধ হোন, তবে এ নিয়ে চলতে থাকবেন না। একটি লম্বা নিঃশ্বাস নিন এবং নিজেকে স্মরণ করিয়ে দিন, এটি কেবল একটি অধ্যায়, আপনার পুরো গল্প নয়।

পূনশ্চঃ

এক. আমরা সবাই একটি কঠিন দিন, একটি কঠিন মাস বা একটি খারাপ বছর পার করেছি। কিন্তু এগুলো আসলেই ছদ্মবেশে আশীর্বাদ। মনে রাখবেন, সর্বশক্তিমান যা কিছু করেন তা ভালোর জন্য করেন। আমাদের শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, মাথা উঁচু করে চলা অব্যাহত রাখতে হবে। জীবনকে তার গতিপথ নিতে দিন।

দুই. আপনি যদি বছরের পর বছর ধরে সম্পর্কের উন্নতি করতে চান আর তাতে অন্য পক্ষ সাড়া দিচ্ছে না দেখে হতাশ হবেন না। আপনি আপনার অংশটি সম্পন্ন করেছেন। সর্বশক্তিমানের কাছে অন্তরকে নরম করতে প্রার্থনা করুন। তিনি ইচ্ছা করলে দ্রুত বা বিলম্বে এটি ঘটবে।

তিন. আমাদের সবারই কঠিন দিন রয়েছে। তবে এটাকে আপনার প্রিয়জনের সাথে খারাপ ব্যবহার করার কোন অজুহাত হিসাবে ব্যবহার করবেন না। এ কারণে আপনার নিকটবর্তী ব্যক্তিদের প্রতি আপনার সহানুভূতি তুলে নেয়া সহজ, তবে এর অর্থ এই নয় যে তাদের এটি প্রাপ্য। যে বিষয়গুলি আপনাকে এতটা বিরক্ত করে তুলেছে সেগুলি কীভাবে মোকাবেলা করবেন সে সম্পর্কে উত্তরণের জন্য তাদের পরামর্শ নিন!

চার. আপনি জীবনে যা অর্জন করেছেন তার কারণে কিছু লোক আপনাকে ঘৃণা করবে। তারা আপনার কাছে তা চায় কিন্তু এটি অর্জনের জন্য কিছু করার চেষ্টা করে না। তারা আপনার সম্পর্কে গুজব এবং গল্প ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এটি সর্বশক্তিমানের পক্ষ থেকে একটি পরীক্ষা। এজন্য প্রতিশোধ নেবেন না। আপনি যে ভাল কথা বলছেন তা নিজে বাস্তবে প্রতিফলিত করুন!

পাঁচ. জীবনে আপনি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হন সেগুলি আপনাকে আরও শক্তিশালী ব্যক্তিতে পরিণত করতে পারে। এটি ধৈর্যের চর্চাও তৈরি করে, এটি এমন একটি বৈশিষ্ট্য যা সর্বশক্তিমান পছন্দ করেন। আপনি কীভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করেন সেটি আপনার সম্পর্কে অনেক কিছু বলে। এখান থেকে শিখুন; এরপর এগুলি আপনার জীবনে প্রয়োগ করুন অথবা এটি এমনভাবে মুছে দিন যেন তা কোন দিনই ঘটেনি।

দ্রষ্টব্যঃ

‘হে বিশ্বাসীগণ! তোমরা আল্লাহর কাছে তওবা করো—বিশুদ্ধ তওবা; হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মুছে দেবেন আর তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী বইবে।’ (সুরা তাহরিম:-৮)

‘(হে রাসুল) আপনি বলুন, (আল্লাহ বলেন) হে আমার বান্দারা! যারা নিজেদের সত্তার প্রতি সীমাহীন জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেবেন; নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা জুমার, আয়াত: ৫৩)

হজরত আনাস ইবনে মালিক (রা.) বর্ণনা করেছেন যে রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তাঁর বান্দার তওবায় সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন, যার উট গভীর মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর আবার সে তা ফিরে পায়। (বুখারি ও মুসলিম)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *