পাপীদের কেন তিনি বেশি সম্পদে পুরস্কৃত করেন? : মুফতি মেন্ক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আমরা প্রায়শই লোকেদের তাদের ভাগ্যকে অভিশাপ দিতে শুনি, ভাবছি কেন সবসময় তাদেরই কষ্ট পেতে হয়। কেন সর্বশক্তিমান আমাকে পরীক্ষা করছেন? যারা পাপ করে তাদের কেন তিনি বেশি সম্পদ দিয়ে পুরস্কৃত করেন? সত্য হল আমাদের প্রত্যেককে আলাদাভাবে পরীক্ষা করা হয়। তিনি জানেন তিনি কি করছেন। চলতে থাকুন।.

দুই. সর্বশক্তিমান যখন কোনও কিছু অবরুদ্ধ করে রাখেন তখন তা তার জন্যই ছেড়ে দিন। এটি পুনরুদ্ধার করার চেষ্টা করবেন না। আপনি কীভাবে জানতে পারবেন যে তিনি এটিকে অবরুদ্ধ করেছেন? লক্ষণগুলি পড়ুন। আপনি যা-ই করেন না কেন, এতে কোনও ইতিবাচক ফলাফল আসছে না। এটি তাঁর পরিকল্পনার অংশ। আপনি যদি এটিকে প্রতিরোধ করেন তবে তা আপনাকে কেবল উদ্বেগ এবং হতাশা এনে দেবে।

পূনশ্চঃ

এক. আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এতটাই এগিয়ে নিয়েছি যে আমরা প্রায়শই ভুলে যাই যে সর্বশক্তিমান আমাদের জন্য ইতিমধ্যেই পরিকল্পনা করে রেখেছেন। তাই আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন আপনার যথাসাধ্য চেষ্টা করুন৷ কিন্তু যা ঘটছে তাতে হতাশ হবেন না কারণ সর্বশক্তিমান সর্বোত্তম পরিকল্পনাকারী৷

দুই. সর্বশক্তিমান। আমাদেরকে সত্যের অনুসরণ ও মিথ্যা পরিহার করার জন্য নির্দেশনা দান করুন। আমাদের প্রতি দয়া করুন, আমাদের জন্য বিষয়গুলিকে সহজ করুন এবং আমাদেরকে এমন কাজ করতে সাহায্য করুন যা আপনাকে খুশি করে। আমীন।

তিন. আপনার যাত্রায় সর্বশক্তিমানকে বিশ্বাস করুন, তাঁর কাছেই ফিরতে হবে। আপনি যেভাবে পরিকল্পনা করেছিলেন সেভাবে অতীত হতে পারেনি, তবে মনে রাখবেন, তিনিই সেরা পরিকল্পনাকারী আর তিনি আপনার ভবিষ্যতকে আপনার কল্পনার চেয়ে আরও বেশি ভাল করতে পারেন।

চার. মানুষের সাথে সম্মান এবং মর্যাদার সাথে আচরণ করুন। তারা কীভাবে আপনার সাথে আচরণ করবে সেটি মনে আনবেন না। তাদের একই পর্যায়ে হেঁটে যাবেন না। তাদের সাথে ভালবাসা ও দয়ার আচরণ করুন। কেন আপনি তা করবেন? এই একটি সাধারণ কারণে যে আপনি যা করবেন তা আপনার কাছে ফিরে আসবে। সর্বশক্তিমান এটা নিশ্চিত করবেন।

পাঁচ. মনে রাখবেন, আপনি অন্য কাউকে আরও খারাপ দেখিয়ে নিজেকে অধিক ভাল দেখাতে পারবেন না। অন্যরা কম সৎকর্মশীল বোঝানোর মাধ্যমে আপনি বেশি সৎকর্মশীল হিসাবে উপস্থিত হন না। কখনও সেই পথে যাবেন না। কেবল নিজের দিকে মনোনিবেশ করুন এবং লোকেরা যা করা দরকার তা তাদের করতে দিন। সর্বশক্তিমান সর্বশ্রেষ্ঠ বিচারক!

ছয়. নেতিবাচকতা আপনাকে কোথাও পায় না। আপনি যদি নেতিবাচক চিন্তাকে ধরে রাখেন তবে আপনি সর্বদা লড়াইয়ের মধ্যে থাকছেন এবং হতাশায় আচ্ছন্ন হচ্ছেন। এই নেতিবাচক চিন্তাভাবনাগুলি মুছে ফেলুন এবং একটি ইতিবাচক মানসিকতা গ্রহণ করুন। আপনার ভাগ্য সর্বশক্তিমান ছাড়া আর কেউ নির্ধারণ করে না। কাউকে এমন কোনও চিন্তা আপনার মধ্যে বপন করতে দেবেন না!

দ্রষ্টব্যঃ

আর স্মরণ করুন, যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে বন্দী করার জন্য, বা হত্যা করার অথবা নির্বাসিত করার জন্য। আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও (তাদের ষড়যন্ত্রের বিপক্ষে) ষড়যন্ত্র করেন; আর আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ কৌশলী। (সূরা আনফাল: ৩০)

তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি, আমি শুনি এবং দেখি।’ (সুরা ত্বহা :৪৬)

তোমরা হতাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।’ (সুরা ইমরান : ১৩৯)।

* মুফতি মেন্ক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *