পাকিস্তানে সেনা রাজনীতি : বিরল সংবাদ সম্মেলন

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

পাকিস্তানের ইতিহাসে ঘটলো নজিরবিহীন ঘটনা। ২৭ আগস্ট পাকিস্তানের গোয়েন্দা প্রধান এক বিরল সংবাদ সম্মেলনে হাজির হন।

সংবাদ সম্মেলনে ছিলেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুম এবং প্রধান সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল বাবর ইফতিখার।

তারা সামরিক নেতৃত্বের সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের রুদ্ধদ্বার আলোচনার বিষয়ে কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে ইমরান খানকে এক হাত নিয়েছেন গোয়েন্দাপ্রধান। সেই সঙ্গে দেশটিতে রাজনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন।

এক ধরনের বোমা ফাটান জেনারেল নাদিম। তিনি বলেন, সরকার টেকাতে ইমরান খান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে অনির্দিষ্টকালের জন্য সেনাপ্রধান হিসেবে থাকার প্রস্তাব দিয়েছিলেন। যা বাজওয়া প্রত্যাখ্যান করেছেন।জেনারেল নাদিম আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভের আসল কারণ জেনারেল বাজওয়া। ইমরানের সরকারকে অবৈধ ও অসাংবিধানিক ভাবে সমর্থন দিতে সেনাবাহিনী একমত হয়নি।

ইতিপূর্বে ইমরান খান বলেছিলেন, গত এপ্রিলে তার সরকারকে উৎখাত করতে সেনাবাহিনী ষড়যন্ত্র করেছিল। সেনাবাহিনী বিরোধীদের সমর্থন করেছিল বলেও অভিযোগ করেন ইমরান।

পাকিস্তানে সেনাবাহিনীর রাজনীতির বাইরে থাকার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। তাই সরকারকে সমর্থন দিতে ইমরান খানের ক্রমাগত অনুরোধ প্রত্যাখ্যান করেছে সেনাবাহিনী, বলেন আইএসআই প্রধান।

তবে সংবাদ সম্মেলনে নাদিম আনজুম বলেননি ইমরান কোথায় এমন অনুরোধ করেছিলেন। পাকিস্তানে আইএসআই প্রধানের জনসম্মুখে আসার ঘটনা বিরল।

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *