অনুবাদ: মাসুম খলিলী
এক. আপনি যখন ইতিবাচক পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন, তখন আপনার পুরানো রাস্তায় ফিরে যাবেন না। যখন আপনি ভাল করছেন তখন খারাপ অভ্যাস, বিষাক্ত মানুষ ও ক্ষতিকর উদ্দীপক সবসময় ফিরে আসে। তাদের স্বাগত জানাবেন না। মনোযোগী থাকুন। মাটিতে পা রাখুন।
দুই. আপনার হৃদয় অসতর্ক লোকদের দ্বারা আঘাতমূলক কথা দ্বারা আহত হতে পারে। আপনি কষ্ট পাচ্ছেন। সর্বশক্তিমানের কথা থেকে নিজেকে সান্ত্বনা দিন এবং নিজের মধ্যে প্রশান্তি আনুন। শুধুমাত্র তিনিই আপনার হৃদয় ঠিক করতে পারেন।
তিন. কখনও ভাববেন না যে সর্বশক্তিমান আপনার শেষ আশা! তিনি তা নন! তিনি আপনার একমাত্র আশা। দুর্ভাগ্যবশত, আমরা স্রষ্টার চেয়ে সৃষ্টির উপর বেশি আস্থা রাখি! সর্বশক্তিমানই একমাত্র যিনি আমাদের জন্য তা করতে পারেন যা কোন মানুষ কখনো করতে পারেনি! অতএব, তাঁরই দিকে ফিরে যান এবং কেবল তাঁর দিকেই!
পূনশ্চঃ
এক. সত্যিই, এটা কোন ব্যাপার না। তারা তাদের চিন্তার অধিকারী, আপনি আপনার। আপনার জীবনের শেষে আপনি মানুষের সামনে দাঁড়াবেন না এবং আপনি যা করেছেন তার হিসাব তাদের কাছে দিতে যাচ্ছেন না। আপনি সর্বশক্তিমানের সামনে দাঁড়াতে যাচ্ছেন।
দুই. সর্বশক্তিমান। ভাল সময়ে এবং আকস্মিক দুর্যোগ ও সংকটের সময় আপনি আমাদের সান্ত্বনা ও শক্তি দিন। সাম্প্রতিক ভূমিকম্প ও বন্যায় যারা প্রিয়জন হারিয়েছেন তাদের স্বাচ্ছন্দ্য দিন। যারা পড়ে গেছেন তাদের উঠান, উদ্ধারকর্মীদের টিকিয়ে রাখুন। আশা দিয়ে আমাদের হৃদয় পূর্ণ করুন; লোকেরা কি ভাবছে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে আমরা যেন আপনার করুণার বিষয়ে কখনও হতাশ না হই।
তিন. এটাই জীবন। লোকেরা আপনাকে যন্ত্রণা দেবে, আপনাকে আহত করবে, নীচে নামাবে, আপনার মধ্যে নিজের সম্পর্কে খারাপ ধারণা তৈরি করবে, যেন আপনি সত্যি সত্যি নিজেই খারাপ একজন! আপনি কীভাবে এর প্রতিক্রিয়া দেখান তাই এর ফল নির্ধারণ করবে। তারা শক্তিহীন থাকবে যতক্ষণ না আপনি তাদের পাল্টা কাজ করে ক্ষমতায়ন না করেন। তাদের সেই সুযোগ দেবেন না!
চার. পৃথিবী একটি বড় বিভ্রান্তির জায়গা। সর্বশক্তিমানের কাছে আমাদেরকে এমন জিনিস থেকে দূরে রাখতে বলুন যা আমাদের মনোযোগ হারিয়ে দেয়। না বলার সাহস রাখুন। মানুষকে খুশি করার জন্য বেঁচে থাকবেন না। অন্যরা কী ভাবছে তা নিয়ে চিন্তা করবেন না, সেই লড়াইয়ে লিপ্ত থাকবেন না যার কোন অর্থ হয় না। ট্র্যাকে ফিরে আসার সময় এখনই।
পাঁচ . কিছুই টিকে থাকে না। এটিই সঠিক। এমনকি আপনার হৃদয়ের ব্যথাও নয়। এই অস্থায়ী বিশ্বে সবকিছুই ক্ষণস্থায়ী। সুতরাং আপনি যে সব কিছুর সম্মুখীন হচ্ছেন তাকে আরও ভাল কিছু এসে সরিয়ে দেবে। সর্বশক্তিমান আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং তাঁর উপর ভরসা রাখুন। সব কিছু তাঁর আদেশে হয়, আপনি কখনো তা ভুলে যাবেন না!
ছয়. আপনার সম্পর্কে মানুষের ধারণা এবং মতামত পরিবর্তন করার চেষ্টা করে সময় নষ্ট করবেন না। ইতিমধ্যে বেশিরভাগই তাদের মন স্থির করে ফেলেছেন। অনেকে গল্প গুজবের মাধ্যমে যা শুনেছেন তার উপর ভিত্তি করে ধারণা তৈরি করেছেন। আপনি ভাল কাজ করতে থাকুন। আপনার কাজটি সবারই দেখার জন্য সামনে রয়েছে। সত্য সব সময় বিরাজ করতে থাকবে!
সাত. সর্বশক্তিমান। আমাদের এলোমেলো হওয়া থেকে রক্ষা করুন; এমন অবস্থা যারা ভাল ইবাদত বন্দেগি করার পরেই আবার মন্দ কাজে জড়িত হয়। আমরা অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি এবং সদকা করি আর সে সাথে অভিশাপ দেই, গালমন্দ করি, গসিপ এবং ব্যাকবাইটে চোখের পলকে যুক্ত হয়ে পড়ি। এ জাতীয় আচরণ থেকে আমাদের দূরে থাকতে সহায়তা করুন।
দ্রষ্টব্য :
আল্লাহ তাঁর ইচ্ছা পূরণ করবেনই; আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। (সুরা তালাক : ৩)
পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের ওপর যে বিপর্যয় আসে আমি তা সংঘটিত করার আগেই লিপিবদ্ধ থাকে। আল্লাহর পক্ষে এটা খুবই সহজ। (সুরা হাদিদ : ২২)
বিশ্বনবী সা. বলেছেন, তোমরা জগদ্বাসীর প্রতি সদয় হও, তাহলে আসমানের মালিক আল্লাহ তাআলা তোমাদের প্রতি সদয় হবেন। (তিরমিজি: ১৮৪৭)
* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট