পথের চ্যালেঞ্জ গ্রহণ করুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন মতামত সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ মাসুম খলিলী:

এক. আপনি যখন যাত্রা করছেন তখন সর্বশক্তিমানের পরিকল্পনাটি বুঝুন। পথের চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন। জেনে রাখুন দুর্ঘটনাক্রমে কিছুই হয় না। সবকিছু মহা পরিকল্পকের সাবধানতার সাথে করা পরিকল্পনার অংশ হিসাবে ঘটছে। সুতরাং আপনার পথে পরীক্ষা সামনে এলে বিরক্ত হবেন না। এসব পরীক্ষা সামনে এসেছে একটি নির্দিষ্ট কারণে। এগিয়ে চলা অব্যাহত রাখুন।

দুই. আপনি যখন যাত্রা করছেন তখন সর্বশক্তিমানের পরিকল্পনাটি বুঝুন। পথের চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন। জেনে রাখুন দুর্ঘটনাক্রমে কিছুই হয় না। সবকিছু মহা পরিকল্পকের সাবধানতার সাথে করা পরিকল্পনার অংশ হিসাবে ঘটছে। সুতরাং আপনার পথে পরীক্ষা সামনে এলে বিরক্ত হবেন না। এসব পরীক্ষা সামনে এসেছে একটি নির্দিষ্ট কারণে। এগিয়ে চলা অব্যাহত রাখুন।

পুনশ্চঃ

এক. পৃথিবীটাকে এখন অন্ধকার মনে হচ্ছে। আমরা ভেঙে পড়েছি। দ্বিমুখিতা, কপটতা, উদাসীনতা, ঘৃণা- এসব আমাদের ওজন কমিয়েছে। ইয়া আল্লাহ! আমরা আপনার কাছে আমাদের চালিয়ে যাওয়ার শক্তি প্রদান করার জন্য প্রার্থনা করছি।

দুই. যখন জিনিসগুলি আপনি যেভাবে ভেবেছিলেন সেভাবে কাজ করে না, তখন দু:খিত, হতাশ, নিরাশ এবং মন-মরা হওয়া স্বাভাবিক। মনে রাখবেন, এটিই শেষ নয়। সর্বশক্তিমানের কাছে আপনার জন্য সেরা পরিকল্পনা আছে। আপনাকে এটি বিশ্বাস করতে হবে। ধৈর্য ধরুন এবং দেখবেন সবকিছু আপনার চোখের সামনে উন্মোচিত হবে।

দুই. কেউ যা করতে শুরু করেছে তাতে ব্যর্থ হলে, তাকে আরও শক্তভাবে ঠেলে দেবেন না। উতসাহমূলক একটি শব্দ উপহার দিন। ব্যর্থতার পর পর কাউকে ভাল কথা বলা আপনার আরো পরে বলা সব ধরনের প্রশংসার চেয়ে বেশি মূল্যবান।

তিন. আমরা এমন এক পৃথিবীতে বাস করি যা আরও বেশি লাভ করার আকাঙ্ক্ষা দ্বারা আচ্ছন্ন। আরও ধন-সম্পদ, খ্যাতি, অর্থ, মনোযোগ, বন্ধু ইত্যাদি। যা কিছু আমাদের আছে তার জন্য কৃতজ্ঞতা জানানোর বিষয় আমরা ভুলে যাই। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে যা কিছু দিয়েছেন তা যদি নিয়ে নেবার সিদ্ধান্ত নেন তখন অবাক হবেন না!

চার. নিজের মত হন। তারা যা ই বলুক, সেটি কোন ব্যাপার নয়। তাদের ছাঁচে নিজেকে মাপসই করার চেষ্টা করবেন না। তারা কি বলে তা নিয়ে চিন্তা করবেন না। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে ছাড়া আর কাউকে খুশি করার চেষ্টা করবেন না। আপনি স্বতন্ত্র, অনন্য। সর্বশক্তিমান আপনাকে এভাবেই তৈরি করেছেন।

পাঁচ. আপনার জীবনকে নিয়ন্ত্রণ করুন। সবসময় প্রবল বাতাসে দুর্বল মোমবাতির মতো হয়ে থাকবেন না। আপনার জীবনকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেবেন না। আপনার যদি মনে হয় আপনি ভুল পথে চলেছেন তবে দ্রুত ফিরে যান। শয়তানকে চাকা হয়ে আপনাকে ঠেলে নিয়ে যেতে দেবেন না। সর্বশক্তিমানের কাছ থেকে আপনার শক্তি প্রার্থনা করুন।

ছয়. আমরা আজ দুঃখজনক এক অবস্থায় আছি। সত্য থেকে মিথ্যার পার্থক্য করা এখন আরও বেশি কঠিন হয়ে পড়েছে। সমাজ এতটাই জাল হয়ে উঠেছে যে সত্য আসলে কিছু মানুষকে বিরক্ত করে। আপনি যা শুনছেন আর অন্যদের কাছে যা ছড়িয়ে দিচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকুন।

দ্রষ্টব্যঃ

’হে রাসুল! তাদের জন্য দুঃখ করবেন না, যারা দৌড়ে গিয়ে কুফরে পতিত হয়; যারা মুখে বলে, আমরা ঈমান এনেছি, অথচ তাদের অন্তর ঈমান আনেনি। আর যারা ইহুদি তারা মিথ্যা বলার জন্য গুপ্তচরবৃত্তি করে। (তাদের মধ্যে) যারা আপনার কাছে আসেনি তারা অন্য দলের গুপ্তচর। তারা (আল্লাহর) কালামকে স্বস্থান থেকে পরিবর্তন (বিকৃত) করে। তারা বলে, যদি তোমরা এ নির্দেশ পাও, তবে তা গ্রহণ কোরো আর যদি এ নির্দেশ না পাও, তবে বিরত থেকো। আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান, তার জন্য আল্লাহর কাছে আপনি কিছুই করতে পারবেন না। তারা এমনই যে আল্লাহ তাদের অন্তরকে পবিত্র করতে চান না। তাদের জন্য দুনিয়ায়ও রয়েছে লাঞ্ছনা আর আখিরাতে রয়েছে বিরাট শাস্তি।’ (আল-মায়েদা: ৪১)

* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *