নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং মামলার আরেকটি ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থাৎ তাদের প্রত্যেককে মোট ৩০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।

বাংলাদেশে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলায় সোমবার ঢাকার তিন নম্বর শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। এই সময় ড. ইউনূসসহ অন্য অভিযুক্তরা ছাড়াও দেশি-বিদেশি পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন।

ড. ইউনূস আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি ন্যায়বিচার দাবি করে আদালতকে বলেন, আমি যা করেছি সবই মানুষের জন্য করেছি। ব্যক্তিগত লাভের জন্য কোনো কিছু করিনি। মানুষ ব্যবসা প্রতিষ্ঠান করে মুনাফা করার জন্য। আমাদের কার্যক্রমকে আমরা সামাজিক ব্যবসা বলি। এর মাধ্যমে সাধারণ মানুষের উপকার হয়। এসব ব্যবসায় যারা বিনিয়োগ করছেন তারা কোনো মুনাফা নেবেন না। আমি হচ্ছি এই সামাজিক ব্যবসার প্রবক্তা। বিশ্বব্যাপী এটি করার চেষ্টা করেছি। সে জন্য কোনো কিছুতেই আমি মালিক হইনি।

মামলায় ড. ইউনূসের কারাদণ্ড হলেও আদালতে তাদের আইনজীবীরা ৩০ দিনের মধ্যে আপিল করার শর্তে জামিন চাইলে পাঁচ হাজার টাকার বন্ডে আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *