নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে ২০ হাজার জনতার বিক্ষোভ

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ইসরায়েলে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ করছে। তেল আবিব এবং জেরুজালেমের রাস্তায় নীল ও সাদা পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে। তারা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করছেন।

সাধারণ মানুষের বিক্ষোভের ডাকে সাড়া দিয়ে দেশটির চিকিৎসকরা ধর্মঘট ঘোষণা করেছেন।

জেরুজালেমের একটি প্রধান সড়ক থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ কর্মকর্তারা জলকামান ব্যবহার করছেন। বিশ হাজার সরকার বিরোধী বিক্ষোভকারী তেল আবিব থেকে মিছিল করে জেরুজালেমে পার্লামেন্টের বাইরে একত্রিত হয়। এসময় তেল আবিবের রাজপথ থেকে বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে।

হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের অবিলম্বে ছাড়িয়ে আনতে দ্রুত চুক্তি সই করার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলছেন, জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ নেতানিয়াহু সরকারকে পদত্যাগ করতে হবে। তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে। সুত্র: দ্যা গার্ডিয়ান ও আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *