নেকাব থাকায় ছাত্রীর পরীক্ষা নেয়া হয়নি, ইবিতে ব্যাপক প্রতিক্রিয়া

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

নেকাব থাকায় বাংলাদেশে এক ছাত্রীকে পরীক্ষায় অংশ নিতে দেয়া হয়নি। তাও আবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। এ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থী সহ জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ভাইভায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সেমিস্টার ফাইনালের ভাইভায় অংশ নেয়া ছাত্রীকে নেকাব খোলার জন্য বলা হলে তিনি রাজী হননি। প্রয়োজনে নারী শিক্ষকদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করতে অনুরোধ করেন। কিন্তু ভাইভা বোর্ডের সকল সদস্যদের সামনে নেকাব খুলতে বলা হয় এবং অন্যথায় ভাইভা নিতে অস্বীকৃতি জানান শিক্ষকরা।

ঘটনার দিন (১৩ ডিসেম্বর ২০২৩) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায়, পরীক্ষা কমিটির সভাপতি উম্মে সালমা লুনা ও বিভাগের শিক্ষক শহিদুল ইসলাম ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন।

বিভাগটির সভাপতি শিমুল রায় বলেন, ‘এর আগে লিখিত পরীক্ষায় আমরা তাকে ফিমেল টিচার দ্বারা রিকগনাইজ করেছিলাম। ভাইভাতেও অবশ্য ফিমেল টিচার ছিলেন। আমরা তাকে রিকোয়েস্ট করছিলাম। কিন্তু সে তার অবস্থানে অনড় থাকায় তার ভাইভা নেয়া হয়নি।

পরীক্ষা কমিটির সভাপতি উম্মে সালমা লুনা নারী শিক্ষিকা দ্বারা পরিচয় নিশ্চিতের ব্যাপারে বলেন, এ বিষয়ে বোর্ডের অন্য শিক্ষকরা অবজেকশন জানিয়েছেন। তারা বলেছেন, ‘এভাবে করলে তাহলে আমরা মার্ক দিব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *