নিষিদ্ধ সংগঠনের অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে : ডিআইজি রেজাউল

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, নিষিদ্ধ সংগঠনের যে সকল অপরাধী রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে জুলাই শহীদদের প্রতি অবমাননা করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) ফরিদপুর পুলিশ লাইনে বিশেষ কল্যাণ সভা ও জুলাই আন্দোলনের নিহতদের স্মরণে এক সভায় এ কথা বলেন।

ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় পুলিশের ঢাকা বিভাগের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের কোনো অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না। যদি কোনো অপরাধ পরিলক্ষিত হয়, তাহলে পুলিশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ‘কোনো রকম অর্থনৈতিক অনিয়ম–দুর্নীতি—এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না,’ যোগ করেন তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আপনারা (পুলিশ) জনগণের সেবক হিসেবে কাজ করবেন, জনগণের কল্যাণে কাজ করবেন। থানায় যেন কোনো সেবাগ্রহীতা এসে ভোগান্তির শিকার না হন’ ‘আমি শুনতে চাই না, কোনো সেবাগ্রহীতা থানায় এসে হয়রানির শিকার হয়েছেন। সকল মানুষের প্রতি সম্মানসহকারে কাজ করতে হবে। আইনশৃঙ্খলায় যেন কোনো অবনতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে’

পুলিশ সদস্যদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা নিষিদ্ধ সংগঠনের যে সমস্ত অপরাধী সদস্য রয়েছে, তার সঙ্গে যদি কোনো সম্পর্কের গন্ধ পাই—কাউকে আমি ছাড় দেব না। এই ফরিদপুরে যারা সন্ত্রাসী, গডফাদার, চাঁদাবাজ—তাদের কোনো ছাড় দেওয়া চলবে না।’ এর পরে তিনি জুলাই চব্বিশে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে উপহারসামগ্রী তুলে দেন এবং পুলিশের মাল্টিপারপাস হল উদ্বোধন করেন। এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সদর পুলিশ সার্কেলের আজমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *