নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে হামাস ও ফাতাহ

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

পনের বছরের বৈরিতার অবসান ঘটিয়ে এক বছরের মধ্যে নির্বাচন আয়োজনে সমঝোতায় পৌঁছেছে ফিলিস্তিনের দুই প্রভাবশালী গোষ্ঠী ফাতাহ ও হামাস।

আলজেরিয়ার মধ্যস্থতায় কয়েক মাসের আলোচনা শেষে বৃহস্পতিবার আলজিয়ার্সে তারা এ নিয়ে এক চুক্তিতে স্বাক্ষরও করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্ট ও ইসলামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার দ্বন্দ্বের অবসান ঘটানোর উদ্দেশ্যে এই চুক্তিটি হয়েছে। দুই পক্ষের এই দ্বন্দ্ব গাজা ভূখণ্ড ও পশ্চিম তীরের শাসনব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলছে এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র পাওয়ার আকাঙ্ক্ষায় বাগড়া দিচ্ছে।

চুক্তি হলেও শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। নির্বাচন আয়োজনে রাজি হলেও ঐক্যের সরকার গঠন নিয়ে দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে কোনো সমঝোতা হয়নি।

২০০৬ সালের পার্লামেন্ট নির্বাচনে হামাসের জয়ের পর ফিলিস্তিনি পক্ষগুলোর মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে। ওই বিভক্তির কারণে এর পর আর কোনো নির্বাচনও হয়নি।ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপনের বিরোধী ইসলামিক গোষ্ঠী হামাস ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেয়; অন্যদিকে আব্বাসের পশ্চিমা-সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরে তাদের নিয়ন্ত্রণ জোরদার করে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর ফাতাহর ঊর্ধ্বতন কর্মকর্তা আজম আল-আহমদ নির্বাচন আয়োজনে চুক্তির বাস্তবায়নে অঙ্গীকার করেছেন, বছরের পর বছর ধরে চলা বিভক্তিকে ‘ক্যান্সার’ অ্যাখ্যা দিয়েছেন।

হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, “চুক্তি হওয়ায় আজ ফিলিস্তিনিদের জন্য খুশির দিন, দখলদার ইসরায়েলের জন্য বেদনার দিন।”

চুক্তিতে এক বছরের মধ্যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) ন্যাশনাল কাউন্সিল নির্বাচন করার বিষয়েও সমঝাতা হয়েছে। ফাতাহর আব্বাস পিএলও’রও প্রধান।

আলজেরিয়ার মধ্যস্থতায় কয়েক মাসের এ আলোচনায় হামাস, ফাতাহসহ ১৪টি গোষ্ঠীর নেতারা ছিলেন।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *