নির্বাচনী প্রচারণায় ফিরেছেন এরদোগান

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

বন্দর নগরী ইজমিরের জনসভায় এরদোগান প্রায় ৪০ মিনিট কথা বললেন। সুস্থ হয়ে আবারও নির্বাচনী প্রচারণায় ফিরেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। গত সপ্তাহে পেটের সংক্রমণে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

শনিবার তুরস্কের পূর্বদিকের বন্দর শহর ইজমিরে একটি জনসভায় অংশ নেন এরদোগান। পূর্ণ প্রাণচঞ্চলতা ও উদ্দাম নিয়ে হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে এদিন ভাষণ দেন তিনি। ইজমিরের ওই জনসভায় এরদোগানের সমর্থকরা তাকে পতাকা নেড়ে স্বাগতম জানান। প্রখর রোদের মধ্যে প্রেসিডেন্ট এরদোগানের জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করেন তারা।

সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন এরদোগান। ওই সময় সাক্ষাৎকার অনুষ্ঠান শেষ না করেই চলে যেতে বাধ্য হন তিনি। এরপর টানা তিনদিন কোনো জনসভায় অংশ নিতে পারেননি ৬৯ বছর বয়সী এরদোগান। কিন্তু ইজমিরের জনসভায় তার মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি।

আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোগানের জন্য এবারের নির্বাচনটি অন্যতম কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য এক হয়েছে দেশটির সব বড় বিরোধীদলগুলো।

এরদোগানের কয়েকজন সমর্থক সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেন। তাদের একজন ৪২ বছর বয়সী দুই সন্তানের মা গুরবেত দোস্তম। এরদোগানের অসুস্থতার খবর শুনে তিনি শঙ্কিত হয়ে পড়েছিলেন জানিয়ে বলেছেন, ‘আমি যখন তার অসুস্থতার খবরটি শুনি। আমি আল্লাহকে বলেছিলাম তার অসুস্থতা যেন আমাকে দেন। আমি তার কষ্ট নিতে রাজী আছি। তিনি আমাদের সব দিয়েছেন।’

রজব তাইয়েব এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সংক্ষেপে এ কে পার্টি ২০০২ সালের নভেম্বর মাস থেকে ক্ষমতায় এবং এরদোগান তুরস্ক শাসন করে আসছেন ২০০৩ সাল থেকে। এবারের নির্বাচনে প্রায় ৬০ লাখ নতুন ভোটার ভোট দেবেন যারা এরদোগান ছাড়া আর কোনো রাজনৈতিক নেতাকে রাষ্ট্র পরিচালনা করতে দেখেননি।

এরদোগান শুরুতে ছিলেন তুরস্কের প্রধানমন্ত্রী। ২০১৪ সালে তিনি প্রেসিডেন্ট হন এবং ২০১৬ সালে ব্যর্থ এক সামরিক অভ্যুত্থানের পর নাটকীয়ভাবে তিনি তার ক্ষমতা বৃদ্ধি করেন। হয়ে ওঠেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী।

তুরস্কে ৬০০ আসনের পার্লামেন্টে স্থান পেতে হলে একটি দলকে, অথবা ওই দলটি যে জোটের সদস্য তাদেরকে অন্তত সাত শতাংশ ভোট পেতে হবে। এ কারণে দেশটিতে জোটের রাজনীতি এতোটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। – বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *