নিজ বাসায় ছুরিকাহত সাইফ আলী খান, হাসপাতালে অস্ত্রোপচার

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

ভারতের মুম্বাইয়ে নিজ বাসায় অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) দিবাগত গভীর রাতে এমন ঘটনা ঘটেছে।

এনডিটিভির খবরে বলা হয়, রাত আড়াইটায় একজন অনুপ্রবেশকারী তার বাসায় ঢুকে তাকে ছয়বার ছুরিকাঘাত করে। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে। হাসপাতালকর্মীরা বলছেন, সাইফ আলী খান এখন বিপদমুক্ত। রাতে তার নিউরোসার্জারি করা হয়েছে। বর্তমানে প্লাস্টিক সার্জারি চলছে।

এ ঘটনায় বান্দ্রা থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। তাতে বলা হয়, সাইফ আলী যখন বাসায় ঘুমিয়ে ছিলেন, তখন একজন অনুপ্রবেশকারী চুপিসারে তার বাসায় ঢোকেন। এ সময়ে ওই ব্যক্তির সঙ্গে সাইফের হাতাহাতির ঘটনা ঘটে।

এরপর সাইফ আলী খানকে ছয়বারের বেশি ছুরিকাঘাত করে পালিয়ে যান অনুপ্রবেশকারী। এক বিবৃতিতে লীলাবর্তী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ছয়টি আঘাতের মধ্যে দুটি তার মেরুদণ্ডের কাছে গভীর ক্ষত তৈরি করেছে।

এরইমধ্যে তার বাসার তিন পরিচারককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

এক বিবৃতিতে সাংবাদিক ও ভক্তদের ধৈর্য ধারণ করতে বলেছেন সাইফ আলী খান টিম। এতে বলা হয়, এটি এখন পুলিশের কাজ। আমরা আপনাদের হালানাগাদ তথ্য জানিয়ে দেব। কারিনা কাপুর খান টিমও একই বিবৃতি দিয়ে জানিয়েছে, পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন। ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *