নিজেকে একা মনে করবেন না কখনো : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. কখনই মনে করবেন না যে সর্বশক্তিমান আপনাকে পরিত্যাগ করেছেন এবং আপনি একা। তিনি সাথে নেই। আপনি হয়তো আপনার ব্যথা লুকানোর জন্য রাতে কাঁদছেন, দিনে হাসছেন, মনে হচ্ছে আাগের সেই আপনি নেই, বিভ্রান্ত বা হতাশ বোধ করছেন। তবে আপনি কী করছেন তা তিনি জানেন এ বিষয়ে কখনও সন্দেহ করবেন না। কোন সময়ই না।

দুই. সর্বশক্তিমান ক্ষমা করেন, তবে লোকেরা সব সময় ক্ষমা করে না। মানুষের কোন কঠোর কথা অথবা কোন রায়কে আপনার এবং সর্বশক্তিমানের মধ্যে দূরত্ব তৈরি করতে দেবেন না। আপনি পৃথিবীতে কিছু পাপের জন্য মূল্য দিতে পারেন তবে আন্তরিক অনুশোচনা আপনার জান্নাতে যাওয়ার পথকে সহজ করবে। আশা হারাবেন না কোনভাবেই!

পূনশ্চঃ

এক. এই জীবন সহজ নয়। এর পথে রয়েছে অনেক প্রতিকূলতা। তবে আপনি যতবারই পড়ে যান না কেন, আপনি যদি সর্বশক্তিমানকে ফিরে পেতে পারেন, তার উপর নির্ভর করতে পারেন, যদি আপনি তাঁর দিকে ফিরে যান- তাহলে তিনি কেবল একটি ডাক পরিমাণ দূরে; আপনার কাছ থেকে শোনার জন্য তিনি অপেক্ষায় আছেন।

দুই. আমাদের জীবনকে পরিত্যাগ করে এমন সমস্ত কিছুকেই তাড়া করার দরকার নেই। এসবকে যেতে দিন। সর্বশক্তিমান আপনার জন্য কিছু জিনিস স্থির করেছেন। বাকিগুলি আপনার জন্য নয়। আপনি সংক্ষিপ্ত মুহূর্তের জন্য তাদের সম্মুখিন হতে পারেন। সম্ভবত এতে আপনার জন্য পাঠ রাখা হয়েছিল। কি ছিল তা নিয়ে বেশি চিন্তা করবেন না। জীবনটা অতিশয় সংক্ষিপ্ত!

তিন. জীবন যতই কঠোর হউক না কেন, সর্বশক্তিমান আপনাকে যে সুন্দর প্রতিশ্রুতি দিয়েছেন তা আপনি স্মরণ রাখবেন। এটাই সত্যিকারের ধৈর্য। আপনি ভিতরে যতই ভয়ঙ্কর বোধ করেন না কেন তা সহ্য করুন। কারণ আপনি জানেন যে এটি শেষ পর্যন্ত থাকবে না। আপনি কখনই কষ্ট অন্যকে চাপিয়ে দেবেন না অথবা তাদের সাথে আপনার আচরণে এর প্রভাব পড়তে দেবেন না।

দ্রষ্টব্যঃ

তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়, আসলে তারা নিজেদের সঙ্গেই প্রতারণা করছে; কিন্তু তারা তা উপলব্ধি করতে পারছে না।’ (সুরা বাকারা: ৯)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *