নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবে মনোয়ার সভাপতি মোমিন সম্পাদক নির্বাচিত

আমেরিকা সাম্প্রতিক
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মনোয়ারুল ইসলাম সভাপতি ও মমিনুল ইসলাম মজুমদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৯ নভেম্বর রোববার দুপুরে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে বার্ষিক সাধারন সভা শেষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৭০ জন তাদের ভোট প্রদান করেন।

২০২৪-২০২৫ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে দু’টি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুই প্রার্থী। বাকি ৯টি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সভাপতি পদে মনোয়ারুল ইসলাম ৪০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সহ-সভাপতি পদে শেখ সিরাজুল ইসলাম ৫২ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসেন সরকার ৩৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ ইলিয়াস খসরু ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে রশিদ আহমেদ ও দপ্তর সম্পাদক পদে মাহাথির খান ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন রওশন হক (৫৭ ভোট), এসএম জাহিদুর রহমান (৫৫ ভোট), আবিদুর রহিম (৫৪ ভোট) ও মুস্তাফিজুর রহমান (৪২ ভোট)।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের। নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান ছিলেন ক্লাবের অন্যতম উপদেষ্টা আনোয়ার হোসেইন মঞ্জু। কমিশনের অপর ২ জন সদস্য ছিলেন সাবেক সহ-সভাপতি হাবিব রহমান ও ক্লাব সদস্য এবিএম সালেহ উদ্দিন। তাদেরকে সহযোগিতা করেন চৌধুরী মোহাম্মদ কাজল।

ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আবিদুর রহমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি আবু তাহের। এসময় নির্বাচন কমিশনার ছাড়াও মঞ্চে উপবিষ্ট ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান, উপদেষ্টা মনজুর আহমদ, সাবেক সভাপতি ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, ডা. ওয়াজেদ এ খান ও মাহফুজুর রহমান। সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মনোয়ার এবং কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন রশীদ আহমদ।

আলোচনায় অংশ নেন দেশবাংলা সম্পাদক ডা. সারোয়ারুল হাসান, সাপ্তাহিক প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, নিউ নেশনের মাহমুদ খান তাসের, সাপ্তাহিক রানারের জয়নাল আবেদীন, শিক্ষাবিদ ও সাংবাদিক ইমরান আনসারী, চৌধুরী এম আলী কাজল ও মিয়া মোহাম্মদ পারভেজ। নির্বাচন শেষে বিজয়ীদের স্বাগত জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাব সদস্য এবিএম সালাহউদ্দীন, মেরি জোবায়দা, কনক সরোয়ার, শেখ এম খোরশান, মোস্তাফিজুর রহমান পারভেজ, আজাদ আহমদ ও মোহাম্মদ আরিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *