নাহিদ ইসলাম এখন কোথায়?

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আটক হওয়ার পর এখন পর্যন্ত কোথায় আছেন সেটি নিশ্চিত হওয়া যায় নি। পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করা হলেও সঠিক খবর জানা যায়নি।

শুক্রবার নাহিদ ইসলাম খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার তার এক বন্ধুর বাসায় ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে নাহিদের ওই বন্ধু বিবিসি বাংলাকে বলেন, “রাত আড়াইটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল আসলে নাহিদ স্বেচ্ছায় বাসার নিচে নেমে আসেন।‘’ তখন সেখানে সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা ছিল বলেও জানান তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে নাহিদ ইসলামের পরিবারকে তার ওই বন্ধু জানান। পরে পরিবারের পক্ষ থেকে কোথায় আছে সেটি জানার চেষ্টা করা হয়।

মি. ইসলামের বাবা বদরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “আমরা জানার পর থেকে থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি। কিন্তু সে কোথায় আছে সেটি আমরা এখনো জানতে পারি নি”।

নাহিদ ইসলাম কোথায় আছে সে সম্পর্কে জানেন না ঢাকা মেট্রোপলিটন পুলিশও। ডিএমপির ডিসি মিডিয়া ফারুক হোসেন বিবিসিকে জানান, নাহিদ ইসলাম আটকের বিষয়ে তাদের কিছু জানা নেই।

এদিকে বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে নাহিদ লিখেছেন ‘শহীদের রক্তের ওপর কোনো সংলাপ হবে না।’ নাহিদ ইসলাম আরো বলেছেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা চালিয়ে সরকার বর্তমান পরিস্থিতি তৈরি করেছে। এর দায় সরকারেরই। সরকার আলোচনার কোনো পরিস্থিতি রাখেনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *