নারায়ণগঞ্জের জনসভায় জরুরি কথা, খুবই জরুরি বলে সকলকে থামালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুব মনোযোগ দিয়ে সতর্কতার সাথে শ্রবণ করার জন্য বললেন- এক কান নয়, দুই কান খাড়া করে শুনতে হবে।
তারপর তিনি বললেন, একটি গুষ্টি আছে তারা নিরীহ মা-বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে। ফোন নম্বর বিকাশ নম্বর সংগ্রহ করছে। আপনারা কি খবর পাইছেন। আমাদের মা-বোনদেরকে বিভ্রান্ত করছে। এদের কাছ থেকে আমাদের সজাগ থাকতে হবে। তারেক রহমান আরও বলেন, একদল ডাকাতি করে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। আরেক দল মানুষের ভোট নিয়ে ষড়যন্ত্র করছে। এই দুই দলের মধ্যে কোনো পার্থক্য নেই।
https://www.facebook.com/reel/1206920131017396
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) ভোর রাতে নারায়ণগঞ্জে পাচঁরুখির জনসভায় বিএনপি চেয়ারম্যান এসব কথা বলেন।
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদের নামাজ পড়েই ভোট কেন্দ্রে যেতে হবে। আর সেখানে ফজরের নামাজ জামাতে আদায় করে ভোট কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।

