নয়াপল্টনে বিএনপির সমাবেশে জনতার ঢল

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে। সরকার পতনের একদফা দাবি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে আজকের জনসমাবেশে জনতার ঢল নেমেছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুপুর ২টার আগেই আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

দুপুর ২টায় এই সমাবেশ হওয়ার কথা থাকলেও সকাল থেকেই হাজার হাজার মানুষ আসতে শুরু করেছেন। নয়াপল্টন ও আশপাশের এলাকা দখলে নিয়েছেন বিএনপির নেতাকর্মী সহ আপামর জনতা। ঢাকা মহানগরসহ আশেপাশের জেলাগুলো থেকে অসংখ্য নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসমাবেশে আসছেন। রাজধানীর মালিবাগ, কাকরাইল, নাইটিংগেল, মৎসভবন, পল্টন, ফকিরাপুল, মতিঝিল, আরামবাগ, পির্জঙ্গী মোড়ে থেকে নয়াপল্টনের দিকে মিছিল অঅসছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে রাজধানী ঢাকা।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন। এদিকে বিএনপির সমাবেশে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *