নতুন সূচনার সুযোগ পেয়ে একই ভুলের পুনরাবৃত্তি নয় : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. সর্বশক্তিমান যখন আপনাকে একটি নতুন সূচনা দেন তখন একই ভুলের পুনরাবৃত্তি করবেন না। পরিবর্তে কৃতজ্ঞতায় পূর্ণ হৃদয় বজায় রাখুন এবং আপনাকে যে দ্বিতীয় সুযোগটি দেওয়া হয়েছে তার জন্য তাকে ধন্যবাদ দিন। মনে রাখবেন, সবাই তা পায় না৷

দুই. তারা আপনার চেনাশোনা বলয়ে থাকার মানে এই নয় যে তারা আপনার প্রকৃত বন্ধু। আপনি কার সাথে বন্ধুত্ব করছেন সতর্ক থাকুন। তারা আপনার সাথে আড্ডা দেওয়ার মানে এই নয় যে তারা আপনাকে পিঠে ছুরিকাঘাত করবে না। তারা কীভাবে আচরণ করে এবং প্রতিক্রিয়া জানায় সেদিকে মনোযোগ দিন। আপনি লক্ষণগুলি বুঝে নিতে সক্ষম হবেন।

তিন. আপনি যখন কৃতজ্ঞ থাকেন, সর্বশক্তিমান আপনার জন্য দরজা খোললে কোনও মানুষই তা বন্ধ করতে পারে না। কৃতজ্ঞতাই মূল। তিনি আপনাকে যে আশীর্বাদ করেছেন তা অনুধাবন করতে কখনও ব্যর্থ হবেন না। তাঁর আশির্বাদকে তাঁর জন্য ব্যবহার করুন এবং তিনি আপনাকে আরও দান করবেন। আপনার পার্থিব বিষয়ে এবং আখিরাতের জন্য যথাসাধ্য চেষ্টা করুন। তিনি আপনার প্রচেষ্টার প্রতিদান দেবেন!

চার. আপনার আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য খারাপ এমন লোকদের ছেড়ে দেওয়া আপনার পক্ষে সবচেয়ে ভাল এবং এটি হবে সাহসী সিদ্ধান্তগুলির মধ্যে একটি। আপনার হৃদয় ও আত্মাকে সর্বশক্তিমানের সাথে সংযুক্ত রাখুন।

পূনশ্চঃ

এক. এই শুভ দিনে, আমরা যেন সর্বশক্তিমানের জন্য কিছু ত্যাগ করার শক্তি পাই। বিনিময়ে আমরা ভালো কিছু আশা করতে পারি। তাঁর প্রতি আমাদের বিশ্বাস দৃঢ় হবে। আমরা যেন এই দশদিনের ফায়দা হাসিল করতে পারি এবং তিনি হজকারীদের আন্তরিক প্রচেষ্টাকে কবুল করেন।

দুই. আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি বিষয়ের এক একটি কারণ রয়েছে। সর্বশক্তিমান সর্বদা আপনাকে সেখানে রাখবেন যেখানে রাখা আপনার জন্য প্রয়োজন। তাঁর পরিকল্পনায় আস্থা রাখুন যদিও আপনি এই মুহূর্তে এর তাৎপর্য বুঝতে পারছেন না। যা ঘটে চলছে সে সম্পর্কে মানুষের মত শোনা বন্ধ করুন। আপনার নিজের যাত্রায় আস্থা রাখুন। তিনি আপনার পিছনে আছেন!

তিন. অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন। আপনার মনে নেতিবাচক চিন্তা এবং আত্ম সংশয় সৃষ্টি বন্ধ করুন। নিজেকে যথেষ্ট ভালবাসুন আর মনে রাখবেন, সর্বশক্তিমান শুধুমাত্র আপনার জন্য সর্বোত্তমটি চান। লোকেরা কীভাবে আচরণ করে তা নিয়ে চিন্তা করবেন না। এটি তাদের বিষয়, আপনার নয়।

চার. সর্বদা দয়াবান থাকাটাকে বেছে নিন, এটি আপনার নিয়ন্ত্রণে। যেভাবেই পারেন, এমনকি যদি এটি হাসি দিয়ে অথবা উৎসাহব্যঞ্জক একটি কথা দিয়ে হলেও, এটিকে কাছে দূরে সর্বত্র ব্যাপকভাবে ছড়িয়ে দিন। কিভাবে সদয় হওয়া বা দয়াশীলতার ক্রমবিস্তার লাভ করে সেটাকে কখনই ছোট করে দেখবেন না।

দ্রষ্টব্য:

আর যদি তোমরা সফরে থাকো এবং (পরষ্পর ঋণ আদান-প্রদান করার ব্যাপারে লিখার জন্য) কোনো লেখক পাওয়া না যায়, তবে (হস্তান্তর যোগ্য) বন্ধক রাখা বৈধ। তোমরা একে অপরকে বিশ্বাস করলে, যাকে বিশ্বাস করা হয়, সে যেন (তার কাছে রাখা) আমানত ফেরত দেয়, সে যেন সবসময় আল্লাহ-সচেতন থাকে। আর তোমরা সাক্ষ্য গোপন কোরো না। যে সাক্ষ্য গোপন করে তার অন্তর কালিমালিপ্ত হয়। তোমরা যা-ই করো না কেন আল্লাহ সবই জানেন। মহাকাশ ও পৃথিবীতে যা-কিছু আছে সবই আল্লাহর। তোমাদের মনে যা আছে তা তোমরা প্রকাশ করো বা গোপন রাখো, আল্লাহ অবশ্যই সবকিছুর হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।(সূরা আল্-বাকারাহ : আয়াত ২৮৩ ও ২৮৪)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *