নওয়াজ শরিফের স্বপ্ন পুরণ হচ্ছেনা, বাতিল হয়েছে রিভিউ অ্যাক্ট!

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

পাকিস্তানের সুপ্রিম কোর্ট আজ শুক্রবার রিভিউ অব জাজমেন্টস অ্যান্ড অর্ডার্স অ্যাক্ট ২০০৩ বাতিল করেছে। আইনটিকে ‘অসাংবিধানিক’ বলে আখ্যায়িত করেছে দেশটির সর্বোচ্চ আদালত। ফলে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফসহ অনেক রাজনীতিবিদের প্রত্যাবর্তনের স্বপ্ন পুরণ হচ্ছেনা।

প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চের দৃষ্টিতে অ্যাক্টটি সংবিধানের পরিপন্থী হওয়ায় সেটি বাতিল ঘোষণা করা হয়েছে। বিচারপতি উমর আতা বান্দিয়াল এবং বিচারপতি আহসান ও বিচারপতি মুনিব আখতার ১৯ জানুয়ারি আদালতের দেয়া রায়টি বাতিল করে দেন।

প্রধান বিচারপতি বান্দিয়াল বলেন, সুপ্রিম কোর্ট রিভিউ অ্যাক্টটি সংবিধানের পরিপন্থী। তিন সদস্যের বেঞ্চ সর্বসম্মতিতে এই রায় দিয়েছে। বিস্তারিত রায় পরে প্রকাশ করা হবে। প্রধান বিচারপতি আজ এজিপি, প্রিটিশনার এবং বিপুলসংখ্যক আইনজীবীর উপস্থিতিতে রায় পড়ে শোনান।

ওই আইনকে যারা চ্যালেঞ্জ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আইনটি শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের আমলে প্রণীত হয়েছিল। এতে সুপ্রিম কোর্টকে তাদের রায় রিভিউ করা এবং প্রয়োগ করার ব্যাপারে আরো বেশি ক্ষমতা দেয়া হয়েছিল।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে রাজনীতিতে ফেরার কথা ভাবছিলেন। নওয়াজকে সংবিধানের অনুচ্ছেদ ৬২ বলে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। রায় ঘোষণার সামান্য পরে বিদায়ী আইনমন্ত্রী আজম নাজির তারার একে ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে অভিহিত করে বলেন, পার্লামেন্টের কাজে আদালতের বারবার হস্তক্ষেপ করা কোনো ভালো ঐতিহ্য নয়। সূত্র : ডন ও জিও নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *