নওগাঁয় হিজাব পরায় ১৮ ছাত্রীকে পেটালেন শিক্ষিকা!

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পরায় কয়েকজন শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। এতে ক্ষুদ্ধ হয়ে ওই বিদ্যালয়ে হামলা চালিয়েছে স্থানীয়রা।

শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার (০৬ এপ্রিল) দুপুরে স্কুলে হিজাব পরে যাওয়ার কারণে লাঠি দিয়ে পিটুনি শুরু করে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আমোদিনী পাল। তখন তিনি বলেন, ‘স্কুল ড্রেস না পরে এলে বিদ্যালয়ে ঢুকতে দেয়া হবে না। এরপরই বাড়িতে চলে যায় অষ্টম, নবম ও দশম শ্রেণিতে পড়ুয়া প্রায় ১৮ জন শিক্ষার্থী। পরে ঘটনা জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে চারদিকে। এক পর্যায়ে স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে ওই বিদ্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা আমোদিনী পাল দাবি করেন, কোন ধর্মীয় ঈস্যুতে নয়, স্কুল ড্রেস পরে আসতেই কিছুটা শাসন করেছিলাম। এটিকে ধর্মীয় রং লাগানো হচ্ছে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষেরই অভিযোগ পাননি তারা। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *