দেশে ২১ দিনে ২১৬টি অস্ত্র উদ্ধার

বাংলাদেশ সময় সংবাদ
শেয়ার করুন

সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে চলছে যৌথ বাহিনির অভিযান। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযানে গত ২১ দিনে সারা দেশে ২১৬টি অস্ত্র উদ্ধার এবং ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদর দফতর জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলভার ১১টি, পিস্তল ৬২টি, রাইফেল ১৩টি, শটগান ২৮টি, পাইপগান ছয়টি, শুটারগান ২৩টি, এলজি ২০টি, বন্দুক ৩১টি, একে-৪৭ একটি, গ্যাসগান দুইটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান চারটি, টিয়ার গ্যাস লঞ্চার দুইটি, এসএমজি পাঁচটি, এসবিবিএল পাঁচটি এবং থ্রি-কোয়ার্টার দুইটি।

যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *