দেশে ইসলাম বিরোধী ষড়যন্ত্র এখন চরম পর্যায়ে : মাওলানা জুনায়েদ আল হাবীব

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের বিশাল ইসলামী সম্মেলন ১৫ জুলাই সোমবার লন্ডনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি খতীবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবীব। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম। পরিচালনা করেন ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।

এতে আলোচনায় অংশ নেন কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটসের চেয়ারম্যান ও ইউরোপ জমিয়তের উপদেষ্টা মাওলানা হাফিজ শামছুল হক, ইউকে জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ সৈয়দ ইমাম উদ্দীন, শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান মনোহরপূরী, কমিউনিটি নেতা কেএম আবুতাহের চৌধুরী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আজমল মসরুর, বাংলাদেশ খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা আশফাকুর রহমান, ইউকে জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম কিয়ামপূরী, খেলাফত মজলিসের যুক্তরাজ্য সাউথ শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবদুল করীম বিন মামরখানী, ইউকে জমিয়তের জয়েন্ট সেক্রেটারি মুফতি হিফজুল করীম মাশুক, ইউকে জমিয়তের ট্রেজারার হাফিজ রশীদ আহমদ, ইউকে জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা অলীউর রহমান আরশাদী, লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারী মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, লন্ডন মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফীজ মাওলানা মাছুম আহমদ, ইউকে জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, ইউকে জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, ইউকে জমিয়তের সহকারী প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই, ইউকে জমিয়তের আন্তর্জাতিক সম্পাদক মাওলানা খালেদ আহমদ প্রমুখ।

বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শেখ সাঈদ আলী দশঘরী, ইউকে জমিয়তের মুরব্বি মাওলানা আবদুল জলীল, মাওলানা আবদুল মজীদ, মাওলানা ক্বারী আবদুল মালিক জকিগঞ্জী, হাফিজ মাওলানা নাজির উদ্দীন, কবি আবু সুফিয়ান চৌধুরী, মাওলানা আবুল হাসানাত চৌধুরী, মুফতি আবদুর রাজ্জাক, জনাব হারুন মিয়া, মাওলানা ফজলুর রহমান, মাওলানা সালেহ আহমদ, নিউহাম জমিয়তের সভাপতি মাওলানা জিয়া উদ্দিন, ওয়েস্ট লন্ডন জমিয়তের সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইউকে জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মইনুদ্দিন খান, নিউহাম জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, ইউকে জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা হুসাইন বিন ইমাম উদ্দীন, জমিয়ত নেতা মাওলানা নাজমুল হুসাইন, মাওলানা হেলাল আহমদ ছাতকী, মাওলানা সৈয়দ ফাহিম উদ্দিন, হাফিজ সাদিকুল ইসলাম, আলহাজ্ব আশিক আলী, হেকনি জমিয়তের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমদ, সাংবাদিক খালেদ মাসুদ রনি প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে পরিপূর্ণ অবগতি অর্জনের জন্য আমাদেরকে ইসলামের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তৃতীয় খলীফা হযরত উসমান (রাঃ)’র নির্মম শাহাদাত এবং ইমাম হুসাইন (রাঃ)’র কারবালা প্রান্তরের কুরবানীর নযরানা থেকে শুরু করে প্রতিটি ট্রাজেডির পশ্চাতে আপনি স্পষ্টত ইহুদি ষড়যন্ত্র কার্যকর দেখতে পাবেন। এরই ধারাবাহিকতায় নবী রাসূলগণের স্মৃতি বিজড়িত ফিলিস্তিন ও গাজার পবিত্র মাটি আজ শহীদদের রক্তে রঞ্জিত। অপরদিকে অসংখ্য অলি-আউলিয়ার পুণ্য ভূমি বাংলাদেশ থেকে ঈমান ও ইসলামকে সম্পূর্ণরূপে নির্মূল করে দেয়ার গভীর পাঁয়তারা, ইহুদী ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ ভিন্ন কিছুনয়। দেশে ইসলাম বিরোধী ষড়যন্ত্র এখন চরম পর্যায়ে। মামলা মোকদ্দমা দায়ের করে উলামায়ে কেরাম ও দ্বীনি নেতৃত্বকে কোনঠাসা করে তোলা হয়েছে। এমতাবস্থায় ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার ঈমানী ভূমিকা পালন করা প্রতিটি মুসলমানের উপর ফরজ দায়িত্ব।

মাওলানা জুনায়েদ আল হাবীব আরো বলেন, দেশের মাটি ও মানুষের স্বাধীনতার জন্য যেভাবে প্রবাস থেকে আপনারা অতীতে সহযোগিতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, আজ দেশে ইসলাম রক্ষার জন্য প্রবাসীদেরকে একই ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

সম্মেলনে নেতৃস্থানীয় উলামায়ে কেরাম মাওলানা জুনায়েদ আল হাবিবকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ও তাঁর মুক্তির জন্য আল্লাহর সমীপে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্মেলনে উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে ইসলামী শক্তি ও দলগুলোর মধ্যে মজবুত ঐক্যের সেতুবন্ধন রচনার প্রতি জোর দিয়ে বলেন, সুপরিকল্পিত ও দীর্ঘমেয়াদি ঐক্যের ভিত্তি রচনা না হলে ইসলাম ও মুসলমান বিরোধী বৈশ্বিক ষড়যন্ত্রের মোকাবিলা করা আমাদের পক্ষে কখনো সম্ভব হবেনা।

সম্মেলনে উপস্থিত উলামায়ে কেরাম মাওলানা জুনায়েদ আল হাবীব সাহেবের সাথে খোলা মনে মতবিনিময় করার সুযোগ তৈরি করায় জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দায়িত্বশীল গণের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *