দেড় বছর পর মুক্তি পেয়েছেন ভারতের প্রখ্যাত আলেম কালিম সিদ্দিকী

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

ভারতের প্রখ্যাত আলেম জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা কালিম সিদ্দিকী জেল থেকে মুক্তি পেয়েছেন। ৫ এপ্রিল এলাহাবাদ হাইকোর্টের লখনো বেঞ্চ তাকে জামিন দিয়েছে।

২০২১ সালের ২১ সেপ্টেম্বরে ভারত পুলিশের সন্ত্রাস বিরোধী স্কোয়াড (এটিএস) মাওলানা কালিম সিদ্দিকীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ‘জোরপূর্বক’ ধর্মান্তকরণের অভিযোগ আনা হয়েছিল। যদিও এসব অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন ভারতীয় মুসলিম নেতারা।

জানা যায়, তখন পুলিশের অভিযোগ ছিল, মাওলানা অন্তত এক হাজার মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের আড়ালে তিনি এসব কাজ করে থাকেন।

প্রসঙ্গত, মাওলানা কালিম সিদ্দিকী ভারতে অত্যন্ত জনপ্রিয় আলেম ও ধর্মপ্রচারক। দেশটির হাজার হাজার অমুসলিম বিভিন্ন সময়ে তার আলোচনায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন। বাবরি মসজিদ ধ্বংসের কাজে জড়িতসহ বিভিন্নভাবে মুসলমানদের ওপর নির্যাতনকারী বহু অমুসলিমও তার হাতে ইসলাম গ্রহণ করেছেন।

মাওলানা কালিম সিদ্দিকী গ্লোবাল পিস সেন্টারের চেয়ারম্যান। জামিয়াতুল ইমাম ওয়ালিউল্লাহ ট্রাস্টেরও তিনি পরিচালক। তিনি মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু এটাকে পেশা হিসেবে গ্রহণ করেননি। বরং ইসলাম প্রচারকে জীবনের একমাত্র আরাধ্য হিসেবে গ্রহণ করেন। সূত্র : দ্য সিয়াসত ডেইলি, ইটিভি ভারত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *