দেওয়ান আহবাব স্বর্ণপদকের জন্য মনোনিত হলেন প্রফেসর নন্দলাল শর্মা

সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রবর্তিত ‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদক-২০২৪’-এর জন্য বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর নন্দলাল শর্মাকে মনোনীত করা হয়েছে।

‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদক ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হারুনুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে গত রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রফেসর নন্দলাল শর্মার নাম ঘোষণা করা হয়। ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব সেলিম আউয়ালের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি এম.এ.করিম চৌধুরী, শাবিপ্রবি’র সাবেক ডিন প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, কেমুসাস ভাষাসৈনিক মতিন উদদীন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহিন, কেমুসাস কার্যকরী পরিষদ সদস্য দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, যুক্তরাজ্যের জনপ্রিয় সলিসিটর দেওয়ান মাহদি।

প্রখ্যাত লেখক, রাজনীতিবিদ, সমাজসংস্কারক, ভাষাসৈনিক দেওয়ান আহবাব চৌধুরী বিদ্যাবিনোদ (এমএলএ)’র স্মৃতিরক্ষা তথা অগ্রসর সমাজ বিনির্মাণে তার অবদানকে তুলে ধরা ও নতুন প্রজন্মকে তার চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে কেমুসাস এ পুরস্কার প্রবর্তন করেছে। আগামী ২৫ জানুয়ারি ২০২৪ সন্ধ্যায় কেমুসাস’র ৮৭ বর্ষের বার্ষিক সাধারণ সভায় প্রফেসর নন্দলাল শর্মাকে স্বর্ণপদকটি তুলে দেয়া হবে।

ইতোপূর্বে দেওয়ান আহবাব স্বর্ণপদকপ্রাপ্ত ব্যক্তিত্ব হচ্ছেন- লোককবি মকদ্দস আলম উদাসী (২০২১), সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল (২০২২), কবি রাগিব হোসেন চৌধুরী (২০২৩)।

বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর নন্দলাল শর্মা রাঙ্গামাটি সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ, বৃন্দাবন সরকারি কলেজ ও সিলেট এম.সি. কলেজে অধ্যাপনা করেছেন। তিনি ২০০৪ সালে প্রফেসর পদে পদোন্নতি লাভ করেন এবং ২০০৯ সালে এম.সি. কলেজের উপাধ্যক্ষ হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। তার প্রকাশিত গ্রন্থ ৬২টি।

প্রফেসর নন্দলাল শর্মা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০০-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে স্বর্ণপদক লাভ করেন। এ ছাড়া তিনি বিএনএসএ সাহিত্য পুরস্কার ১৯৯৬, মহাকবি সৈয়দ সুলতান সাহিত্য পুরস্কার ২০০১, রাগীব রাবেয়া সাহিত্য পুরস্কার ২০০৪, ডা. এ.রসুল সাহিত্য পুরস্কার ২০১৪ লাভ করেন। তিনি বাংলা একাডেমি ঢাকা-এর জীবন সদস্য, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা-এর জীবন সদস্য, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট-এর সহসভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *