দুনিয়ার চমকের জন্য পরকালকে বলি দিচ্ছেন? : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনার পরিশ্রমে যে সম্পদ সংগ্রহ করেছেন তা এখানেই থাকবে। আপনি আপনার সাথে একটি একক জিনিসও নিতে সক্ষম হবেন না। সবসময় এই মনে রাখবেন. আপনি সত্যিই কি লাভ করছেন, এবং কতটা মূল্যে সেটি অর্জন করলেন? আপনি কি এই দুনিয়ার কিছু চমক ও গ্ল্যামারের জন্য আপনার পরকালকে বলি দিচ্ছেন, যাকে অনেকেই বিলাসিতা বলে?

দুই. অনেকের সমস্যা হ’ল যেখানে কিছুই অসম্ভব নয় সেখানে তাদের মধ্যে বিশ্বজগতের পালনকর্তার উপর নির্ভর করার পরিবর্তে সমস্যাটি কতটা বড় তার উপর মনোনিবেশ করার প্রবণতা রয়েছে। সত্য পথ প্রদর্শনের জন্য সর্বশক্তিমানকে বলুন এবং তিনি আপনার পদক্ষেপগুলি পরিচালনা করবেন। তিনি জানেন আপনার কী দরকার। অতএব বিশ্বাস ও আনুগত্যের সাথে চলা অব্যাহত রাখুন। প্রার্থনা বন্ধ করবেন না!

পূনশ্চঃ

এক. পরিণত হওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে জীবনের অনেক কিছুর জন্য আপনার মন্তব্যের প্রয়োজন হয় না। তাই আপনার জিহ্বা ধরে রাখতে শিখুন এবং কথা বলার আগে চিন্তা করুন।

দুই. আপনার জীবনে কি আপনি আরো শান্তি চান? তবে আপনার নিজের কাজকে মনে রাখতে শিখুন! আর মনে রাখবেন আমাদের হৃদয় ঘৃণা ও ঈর্ষার জন্য এর একটি জায়গা ভাড়া দেওয়ার চেয়ে অনেক বেশি মূল্যবান।

তিন. মনে রাখবেন, আপনি যদি কারও সম্পর্কে মিথ্যা কিছু শুনে থাকেন তবে তাকে রক্ষা করুন, তার পক্ষে কথা বলুন। সর্বশক্তিমান ইহকাল এবং পরকালে আপনাকে রক্ষা করবেন।

চার. সর্বশক্তিমান। আমরা আপনার কাছে পার্থিব জিনিসের প্রতি আমাদের আসক্তি দূর করার জন্য প্রার্থনা করছি। পরিবর্তে, আমাদের হৃদয়কে আপনার সাথে সংযুক্ত করুন এবং আমাদের আপনাকে আরও বেশি ভালবাসার তৌফিক দিন। আমাদের জীবনে যা ঘটুক না কেন আমাদের হৃদয়কে পরিশুদ্ধ রাখুন এবং আপনার পথে সর্বদা আজ্ঞাবহ রাখুন। এটিই আমাদের হৃদয়ে শান্তি পাওয়ার একমাত্র উপায়।

পাঁচ. আপনি কারও সম্পর্কে যা শুনেছেন সে সম্পর্কে আপনি যখন নিশ্চিত নন তখন কোনও মন্তব্য বা বিতর্কিত কথা বলবেন না। আপনি কখনই বুঝতে পারবেন না যে কোন সময় আপনি নিজে সেই অবস্থানে চলে গেছেন। কেউ আপনার সম্পর্কে ভয়ঙ্কর কিছু বললে অবশ্যই আপনি সেটি পছন্দ করবেন না। সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত অন্যদের জন্য সর্বদা ক্ষমার অবকাশ রাখুন!

ছয়. সর্বশক্তিমান। এই অনিশ্চিত সময়ে আমাদের দুঃখ ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় সহায়তা করুন। অনেকে এই মহামারীতে প্রিয়জনকে হারিয়েছেন। অনেকে হৃদয়গ্রাহী চূড়ান্ত মুহুর্তগুলিতে প্রিয়জনদের কাছ থেকে দূরে ছিলেন। আমাদের সবাইকে স্বাচ্ছন্দ্য ও সান্ত্বনা দিন এবং ধৈর্য ও আশা দিয়ে হৃদয় পূর্ণ করুন! আমাদের ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করুন।

দ্রষ্টব্য:
যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, সে বিষয়ে অনুমান করে কথা বলো না। কেননা কর্ণ চক্ষু হৃদয় ওদের প্রত্যেকের বিষয়ে কৈফিয়ত তলব করা হবে। (সূরা বনি ইসরাঈল :৩৬)

যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে থাকে। আর আল্লাহ (বিশুদ্ধচিত্ত) সৎকর্মশীলদেরকে ভালবাসেন। যারা কোন অশ্লীল কাজ করে ফেললে অথবা নিজেদের প্রতি যুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া অন্য কে পাপ ক্ষমা করতে পারে? এবং তারা যা (অপরাধ) করে ফেলে, তাতে জেনে-শুনে অটল থাকে না। ঐ সকল লোকের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে ক্ষমা এবং জান্নাত; যার নিচে নদীসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে এবং (সৎ) কর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। (সূরা আলে ইমরান: ১৩৪-১৩৬)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *