দুই শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

আগের ২টি শর্তেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরেক দফা বাড়ানোর পক্ষে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।

গতকাল রোববার বিকেলে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রথম শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়েছিল। সেটির সময় শেষ হলে তারা আবার নতুন আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে আমরা তাকে আগের মতো দুটি শর্ত সাপেক্ষে দন্ডাদেশ স্থগিতের মেয়াদ ৬ মাসের জন্য বাড়িয়েছি।

আনিসুল হক বলেন, শর্তগুলো আমি পরিষ্কার বলে দিতে চাই। তিনি ঢাকায় নিজ বাসায় থেকে তার চিকিৎসা করবেন, তার মানে তিনি হাসপাতালে যেতে পারবেন না তা নয়। তিনি হাসপাতালে যেতে পারবেন এবং ওই সময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে নাকি বাড়ানোর সুপারিশ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সুপারিশ করেছি। অতীতেও আমাদের সুপারিশের ভিত্তিতে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। আমার বিশ্বাস এবারও তেমনই হবে।

বেগম খালেদা জিয়া বাসায় থেকে রাজনীতি করতে পারবেন কি না- জানতে চাইলে আনিসুল হক বলেন, আমাদের দরখাস্তে যেটা বলা হচ্ছে, তিনি গুরুতর অসুস্থ। সে ক্ষেত্রে রাজনীতি করার প্রশ্নটা তো অবান্তর। তিনি মুক্ত, তিনি অসুস্থ, তিনি চিকিৎসা নিচ্ছেন। এখানে রাজনীতির কথা আসাটা আমার মনে হয়, কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, একজন অসুস্থ মানুষ কী করতে পারবে, কী করতে পারবেন না-আমি সেই নির্দেশনা দেব না। সবাই স্বীকার করছেন তিনি অসুস্থ।

এর আগে আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না, এমন কোনো শর্ত ছিল না। এছাড়াই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নেয়ার যে আবেদন করা হয়েছে এবং সেই আবেদন সরকার নাকচ করে দিয়েছে- এ তথ্য ঠিক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *