দিল্লিতে বিজেপির সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগস্ট) ভারতের রাজধানী দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের নেতারা কুশল বিনিময় করেন এবং ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বিজেপির প্রেসিডেন্ট জগত প্রকাশ নাড্ডা ও জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন আওয়ামী লীগের প্রতিনিধি দল। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বিষয়ের মধ্যে আঞ্চলিক সহযোগিতা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক স্থিতিশীলতা বিশেষ গুরুত্বসহ আলোচিত হয়েছে বলে জানা গেছে।

গত রোববার বিকেল ৫টার ফ্লাইটে আওয়ামী লীগের পাঁচ সদস্যের দলটি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যারোমা দত্ত।

এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী সাংবাদিকদের জানান, এটি আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি। বিজেপির আমন্ত্রণে আমরা যাচ্ছি। আগামী ৯ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *