দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে ভয়াবহ বিস্ফোরণ

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

ভারতের রাজধানী দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে ভয়াবহ একটি বিস্ফোরণ ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সকে দূতাবাসের মুখপাত্র গাই নির বলেন, স্থানীয় সময় ৫.২০-এর দিকে দূতাবাসের খুব কাছে একটি বিস্ফোরণ ঘটেছে।

পুলিশ কন্ট্রোল রুম (পিসিআর) দূতাবাসের পিছনে জিন্দাল হাউস থেকে একটি “বিকট শব্দ” সম্পর্কে কল পাওয়ার পরে, ক্রাইম ব্রাঞ্চ, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড, ডগ স্কোয়াড এবং ফরেনসিক বিভাগের দলগুলি ঘটনাস্থলে ছুটে যায়।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, দূতাবাসের সকল কর্মী অক্ষত রয়েছেন। তারা ঘটনাটি তদন্তে স্থানীয় কর্মকর্তাদের সাথে সহযোগিতা করছেন।

দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে একটি ছোট বোমা বিস্ফোরিত হয়েছিল ২০২১ সালের জানুয়ারিতে। তখন ইসরাইলি কর্মকর্তারা এটিকে ‘সন্ত্রাসী কাজ’ হিসেবে অভিহিত করেছিলেন।

এবার কিভাবে বিস্ফোরণটি ঘটল বা কারা ঘটিয়েছে, তা জানা যায়নি। নগরীর দমকল বাহিনী এখন পর্যন্ত তাদের অনুসন্ধানে কিছু পায়নি বলে সিনিয়র দমকল কর্মকর্তা অতুল গার্গ ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *