বৃটেনের রাজধানী লন্ডন কিংসটন এলাকার কিংসমেডো স্টেডিয়ামে দলীয় নেতা-কর্মীদের নিয়ে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঈদের জামাতে তারেক রহমানের সাথে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহউজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল আহমদ, মাহমুদুর রহমান সুমন, আহমদ আলী প্রমুখ।
নামাজ শেষে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীর সাথে মোলাকাত ও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।