দরিদ্র পরিবারের মাঝে কুরবানীর গোশত বিতরণ করলো ছওয়াব

বাংলাদেশ সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব)’ এর উদ্যোগে কুরবানীর গোশত বিতরণ করা হয়।

গত ২৯ জুন, বৃহস্পতিবার ঈদ-উল-আজহার দিন কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৭৫টি গরু ও ১৫টি ছাগল কুরবানী দেওয়া হয়। এসময় প্রায় ৫৭০০টি রোহিঙ্গা পরিবারের মাঝে কুরবানীর গোশত বিতরণ করা হয়।

গোশত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছওয়াবের ডিরেক্টর অপারেশন্স মোহাম্মদ আফতাবুজ্জামান, হেড অব প্রোগ্রাম লোকমান হোসাইন, রোহিঙ্গা ক্যাম্প-৯ এর ক্যাম্প ইনচার্জসহ ছওয়াব এর কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রতিনিধিগণ।

এছাড়া ২৯ জুন থেকে তিনদিন ব্যাপী নীলফামারী জেলার জলঢাকা উপজেলা ও ডিমলা উপজেলায় সুবিধাবঞ্চিত পরিবারের জন্য ৩২টি গরু কুরবানী করা হয় এবং ৩৫০০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কুরবানীর গোশত বিতরণ করা হয়। উক্ত কুরবানীর গোশত বিতরণ অনুষ্ঠানে ছওয়াব এর কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

দক্ষতা, সাম্যতা ও সবার জন্য সমান অধিকারের লক্ষ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে ছওয়াব। বর্তমানে সারা বাংলাদেশেই বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কাজ পরিচালনা করছে। সুবিধাবঞ্চিতদের পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানিসহ যেখানেই মানবিকতা বিপর্যয় হয়, সেখানেই ছওয়াব সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ছওয়াব কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এবং নীলফামারী জেলার ডিমলা উপজেলা ও জলঢাকা উপজেলায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কুরবানীর গোশত বিতরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *