থাইল্যান্ডের সৈকত মৃত মাছে ছেয়ে গেছে

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

থাইল্যান্ডের সৈকতের মানুষ এর আগে এত মৃত মাছ দেখেনি। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় চুম্ফোন প্রদেশের চার কিলোমিটার বিস্তীর্ণ সমুদ্র সৈকতে হাজার হাজার মৃত মাছ ভেসে উঠেছে।

জলবায়ু পরিবর্তনই এ ঘটনার জন্য দায়ী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সিএনএন জানায়, কাসেটসার্ট ইউনিভার্সিটির ফিশারিজ অনুষদের ডেপুটি ডিন থন থামরংনাওয়াসাওয়াত বলছেন, সমুদ্রে ‘প্ল্যাঙ্কটন ব্লুম’-এর কারণে এত বেশি মাছের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, প্ল্যাঙ্কটন ব্লুম হচ্ছে একটি প্রাকৃতিক ঘটনা; যার কারণে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং এর অভাবে মাছ মারা যেতে থাকে।

কোরাল ক্ষয় থেকে শুরু করে প্ল্যাঙ্কটন ব্লুমের মতো বেশ কিছু প্রাকৃতিক ঘটনা হাজার হাজার বছর থেকে লক্ষ বছরে প্রকৃতিগত-ভাবেই ঘটে থাকে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, প্ল্যাঙ্কটন ব্লুম বছরে দুই একবার ঘটে এবং সাধারণত দুই-তিনদিন থাকে। এ বিষয়টি আরও বিচার-বিশ্লেষণ করে দেখার জন্য কর্মকর্তারা সাগরের পানি সংগ্রহ করেছেন।

এবছর বিশ্বজুড়েই সাগরের পানির তাপমাত্রা নিয়ে উদ্বেগ বেড়েছে। ব্রিটিশ আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের বৈশ্বিক তাপমাত্রা এপ্রিল এবং মে মাসে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। এল নিনো ও মনুষ্য-সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন হয়েছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *