ত্রাণের টিন আত্মসাৎ মামলা থেকে অব্যাহতি পেলেন ফালু

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ওয়ান-ইলেভেনে বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে হওয়া ত্রাণের টিন আত্মসাৎ মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৫ মে) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আট সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল খারিজ করে দেন। এর ফলে ফালুর মামলা চূড়ান্তভাবে স্থগিত করে দিলেন আপিল বিভাগ।

এর আগে ২০২১ সালের জুনে বিএনপিদলীয় সাবেক এমপি মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ত্রাণের ঢেউটিন আত্মসাতের মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছিলেন আপিল বিভাগ। সেটার বিরুদ্ধেও এক রিভিউ পিটিশন করেছিল দুদক। আজ (বৃহস্পতিবার) সেই রিভিউ খারিজ করে দেয়া হয়েছে। এর ফলে এ মামলাটির বিচারিক কার্যক্রম আর নেই বলে জানিয়েছেন ফালুর আইজনীবী। অর্থাৎ এ মামলা থেকে চূড়ান্তভাবে খালাস পেয়েছেন ফালু।

মামলায় ১০০ বান্ডেল ত্রাণের ঢেউটিন আত্মসাতের অভিযোগ আনা হয়। পরবর্তীকালে ২০০৮ সালে এ মামলায় বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ এবং মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন ফালু। আদালতে মোসাদ্দেক আলী ফালুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

সাবেক জরুরি তত্ত্বাবধয়াক সকারের আমলে ২০০৭ সালের মার্চ মাসে রাজধানীর তেজগাঁও থানায় দুদক ফালুসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। মামলায় ১০০ বান্ডেল ত্রাণের ঢেউটিন আত্মসাতের অভিযোগ আনা হয়। পরবর্তীতে ২০০৮ সালে এ মামলায় বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

ওই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ এবং মামলা বাতিলে হাইকোর্ট আবেদন করেন ফালু। সেই আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৮ সালের ৭ মার্চ বুধবার মামলা বাতিল করে রায় দিয়েছিলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ। এর বিরুদ্ধে দুদকের করা আবেদন বুধবার খারিজ করে দেন আপিল বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *